Dollar- Money

ডলার ৮৬-র মুখে, টাকার দর নিয়ে চিন্তা

অন্য দিকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দর ফের মাথা তোলার (ব্যারেলে ৭৭ ডলারের বেশি) ফলে ডলারের চাহিদা বাড়ছে। যার জের পড়েছে তার দামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৭:২১
Share:

বুধবার ডলারের দাম পৌঁছে গেল ৮৬ টাকার দোরগোড়ায়। —প্রতীকী চিত্র।

আরও তলিয়ে গেল টাকার দাম। যার হাত ধরে বুধবার ডলারের দাম পৌঁছে গেল ৮৬ টাকার দোরগোড়ায়। দিনের শেষে আমেরিকার মুদ্রাটি ১৭ পয়সা বেড়ে হল ৮৫.৯১ টাকা। যা নতুন নজির। এক দিকে দেশের অর্থনীতি ঘিরে চিন্তার জেরে শেয়ার বাজারে অস্থিরতা তো রয়েইছে। অন্য দিকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দর ফের মাথা তোলার (ব্যারেলে ৭৭ ডলারের বেশি) ফলে ডলারের চাহিদা বাড়ছে। যার জের পড়েছে তার দামে।

Advertisement

পাশাপাশি, অস্থির বাজারে এ দিন ৫০.৬২ পয়েন্ট পড়ে সেনসেক্স থেমেছে ৭৮,১৪৮.৪৯-তে। নিফ্‌টি ১৮.৯৫ পয়েন্ট পড়ে ২৩,৬৮৮.৯৫। মাঝে এক সময়ে সেনসেক্স ৭১২ পয়েন্ট পড়েছিল। পরে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, টিসিএস-সহ বড় সংস্থার শেয়ারের চাহিদার জেরে তা হারানো জমির প্রায় পুরোটাই উদ্ধার করেছে।

আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, বৃদ্ধির হার কমা-সহ একাধিক কারণে ভারতের অর্থনীতিতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আস্থা কমেছে। তাই ভারতের শেয়ার থেকে পুঁজি তুলে আমেরিকা ও চিনে ঢালছে। ওই সব সংস্থা টাকা ডলারে পরিণত করে বিদেশে নিয়ে যায়। আবার রফতানি কমে বাড়ছে তেল-সহ বিভিন্ন খাতে আমদানি খরচ। এ সবই ডলারের চাহিদা বাড়াচ্ছে। টাকার পতন রুখতে কেন্দ্র বা রিজ়ার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের খবর এখনও মেলেনি। তাই টাকার আরও পতনের আশঙ্কা থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement