Entertainment News

দেওরের বিয়েতে কেঁদে ফেললেন প্রিয়ঙ্কা!

‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বিয়ে হল জো-র। ফ্রান্সে বসেছিল সেই বিয়ের আসর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ১৪:১২
Share:

জো-এর বিয়েতে প্রিয়ঙ্কা এবং নিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

দেওর জো জোনাসের বিয়ে। নিক জোনাসের সঙ্গে অনুষ্ঠানে প্রথম থেকেই হাজির ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। হঠাত্ই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মুখ ঢেকে কেঁদে ফেলেন নায়িকা। কিন্তু কেন?

Advertisement

‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বিয়ে হল জো-র। ফ্রান্সে বসেছিল সেই বিয়ের আসর। জোনাস পরিবারের ব্যক্তিগত সেই অনুষ্ঠানের ছবি তুলতে গিয়ে পাপারাত্‌জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন প্রিয়ঙ্কা। কিন্তু সেখানে তাঁকে কাঁদতে দেখা গিয়েছে।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গোলাপি রঙের শাড়ি পরেছিলেন প্রিয়ঙ্কা। খোঁপায় ছিল ফুল। এমনিতেই নিকের ভাই-বোনেদের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্ক খুবই ভাল। জো-র বিয়েতেও মজা করেছেন। কিন্তু হঠাত্ কেন কেঁদে ফেললেন, তা নিয়ে রহস্য রয়েছে। কারণ এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়ঙ্কা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘সিঁদুর দেখে অনেকে প্রশ্ন করেছেন, আমি কি হিন্দু হয়ে গেলাম?’

More pictures 😍 . . . . . PC @priyankacentral

A post shared by Priyanka Chopra Online (@priyankaonline) on

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement