Priyanka Chopra Jonas

Bollywood: ছবিতে ভাই-বোনের মধ্যে এক জন এখন আন্তর্জাতিক তারকা, চিনতে পারছেন কি?

শুধু বলিউড নয়, হলিউডেও সফল ভাবে কাজ করেছেন তিনি। ছবি দেখে চিনতে পারছেন সেই তারকাকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৭:৫২
Share:

দেখুন তো চিনতে পারেন কিনা।

সমুদ্রের জল নিয়ে খেলা করছে দুই ভাই-বোন। হাসতে হাসতে প্রায় চোখ বুজে এসেছে তাদের। তখনই লেন্সবন্দি করা হয় সেই মুহূর্ত। কিন্তু জানেন কি ছবির এই ছোট্ট মেয়েটি বর্তমানের বলিউড অভিনেত্রী? শুধু বলিউড নয়, হলিউডেও সফল ভাবে কাজ করেছেন তিনি। চিনতে পারছেন, ইনি কে?

কয়েকটা সূত্র দিয়ে বিষয়টা আরেকটু সহজ করে দেওয়া যাক।

প্রথম সূত্র: ২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী।

দ্বিতীয় সূত্র: ২০০২ সালে আব্বাস-মস্তানের ‘হমরাজ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

তৃতীয় সূত্র: এক সময় শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রটেছিল বলিউডের আনাচে কানাচে।

চতুর্থ সূত্র: সব গুঞ্জন উড়িয়ে ২০১৮ সালে আমেরিকার পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করেন তিনি।

Advertisement

এত ক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে ছবির বাচ্চাটি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। মঙ্গলবার ভাই সিদ্ধার্থ চোপড়ার জন্মদিন উপলক্ষে শৈশবের এই ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি। বিবরণীতে লিখেছেন, ‘শুভ জন্মদিন সিড। এই দিনটা উদ্‌যাপনের জন্য তোমার সঙ্গে থাকতে পারলে ভাল হত। তোমার জীবন আনন্দে পূর্ণ হোক, এই প্রার্থনা করি।’

ভাই-বোনের রসায়নে মুগ্ধ নেটাগরিকরাও। সিদ্ধার্থকে ভালবাসা জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement