সিগারেট হাতে প্রিয়ঙ্কা চোপড়ার সেই ছবি।
সোশ্যাল মিডিয়ায় নিন্দিত হওয়া সেলেব জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সিগারেট হাতে প্রিয়ঙ্কা চোপড়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল। সে ছবির কারণেই ট্রোলড হলেন নায়িকা। মায়ামিতে জন্মদিন পালনে গিয়েছেন প্রিয়ঙ্কা। সঙ্গে মা মধু চোপড়া, নিক জোনাস, পরিণীতি চোপড়াও রয়েছেন। বিচে সিগারেট হাতে প্রিয়ঙ্কার ছবিতে অনেকে লিখেছেন, ‘শুধু দীপাবলির সময়েই ওঁর অ্যাজ়মার কষ্ট হয়। সিগারেট খেলে বুঝি হয় না?’
প্রসঙ্গত দীপাবলির সময়ে প্রিয়ঙ্কা তাঁর অ্যাজ়মার কথা উল্লেখ করে, বাজি পোড়ানো বন্ধ করার অনুরোধ করেন। কয়েক জন অবশ্য প্রিয়ঙ্কার পাশেও দাঁড়িয়েছেন। তেমনই একজন লিখেছেন, ‘সব কিছুতে সমালোচনা করা বন্ধ করা উচিত। মানুষের একটা ব্যক্তিগত জীবনও রয়েছে।’
শুধু সিগারেট নয়, অসমের বন্যা নিয়ে প্রিয়ঙ্কার তরফে কোনও উচ্চবাচ্য না থাকায়ও তিনি সমালোচিত হয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া সত্ত্বেও প্রিয়ঙ্কা বন্যা নিয়ে নিরুত্তর।’ কেউ বলেছেন, ‘জন্মদিন পালন থেকে ফুরসত মিললে তো দুর্গতদের কথা ভাববে।’ যদিও পরে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন প্রিয়ঙ্কা।