Priyanka Chopra

মাত্র চার মিনিটে সাজতে পারেন প্রিয়ঙ্কার মতো, উপায় বাতলে দিলেন অভিনেত্রী নিজেই

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে খোদ প্রিয়ঙ্কা বাতলে দিলেন সহজ ভাবে সেজে ওঠার টিপস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৮:০৯
Share:

প্রিয়ঙ্কা চোপড়া।

হাতে মাত্র মিনিট চারেক সময় আর খুব সামান্য কিছু মেক আপের সামগ্রী থাকলেই আপনিও সাজতে পারেন প্রিয়ঙ্কা চোপড়ার মতো। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে খোদ প্রিয়ঙ্কা বাতলে দিলেন সহজ ভাবে সেজে ওঠার টিপস।

ধাপে ধাপে রইল তার বিস্তারিত বিবরণ

প্রথম ধাপ: সারা মুখে পরিমাণ মতো ফাউন্ডেশন মেখে নিলেন প্রিয়ঙ্কা।

দ্বিতীয় ধাপ: নিজের স্কিন টোনের সঙ্গে মানানসই কমপ্যাক মেখে নিলেন সারা মুখে। গলার সঙ্গে যাতে মুখের স্কিন টোনের ফারাক না বোঝা যায়, সেই জন্য কিছুটা কমপ্যাক নিজের গলাতেও মাখলেন অভিনেত্রী।

তৃতীয় ধাপ: নিজের পছন্দ মতো রঙের সামান্য পরিমাণ ব্লাশ দু’গালে এবং চোখের উপরে মাখলেন প্রিয়ঙ্কা।

চতুর্থ ধাপ: মুখের পর ‘আই মেক আপ’ অর্থাৎ চোখের মেক আপে মন দিলেন প্রিয়ঙ্কা। প্রথমেই আই ল্যাস কার্লার দিয়ে চোখের পাতাগুলিকে কার্ল করলেন, যাতে মাসকারা পড়লে সেটি দেখতে আরও সুন্দর লাগে।

Advertisement

পঞ্চম ধাপ: এরপর চোখের উপরের এবং নীচের পাতায় মাসকারা পরে নিলেন অভিনেত্রী।

ষষ্ঠ ধাপ: আইব্রাও পেনসিল দিয়ে সামান্য ভ্রু এঁকে নিলেন পিগি চপস।

সপ্তম ধাপ: মুখ এবং চোখের মেক আপ শেষে হালকা গোলাপি রঙের লিপস্টিকে রাঙালেন ঠোঁট।

অষ্টম ধাপ: এর পর সমস্ত চুল পিছন দিকে নিয়ে একটি খোঁপা করে সামনের দিকটা হেয়ার স্প্রে দিয়ে সেট করে নিলেন।

নবম ধাপ: মেক আপের সঙ্গে মানানসই কালোর উপর সাদা পোলকা ডটের ঢিলে ফিটিংয়ের শার্ট বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

দশম ধাপ: পোশাক এবং হালকা মেক আপের সঙ্গে মিলিয়ে কানের দুল পরলেন প্রিয়ঙ্কা।

এ ভাবেই খুব কম সময়ের মধ্যেই নিজেকে সাজিয়ে তুললেন অভিনেত্রী। পাশাপাশি তিনি এও বলেছেন, তাঁর এই পদ্ধতি সকলের ভাল নাও লাগতে পারে। তবে তড়িঘড়ি সাজার জন্য এই রুটিনকেই শ্রেষ্ঠ বলে মনে করেন বলিউড-হলিউড কাঁপানো সুন্দরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement