tom holland

প্রিকুয়েলে উইলি

পরিচালনায় থাকছেন ‘প্যাডিংটন’-এর পরিচালক পল কিং। এ বছর সেপ্টেম্বর নাগাদ ছবিটি ফ্লোরে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০১:১৫
Share:

— ছবি সংগৃহীত

চকলেট, ক্যান্ডিতে ভরপুর সে এক আজব দুনিয়া। আর সে দুনিয়ার মালিক হল উইলি ওয়ঙ্কা। রোয়াল্ড ডাল রচিত ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ অবলম্বনে এর আগে দু’টি ছবি হয়ে গিয়েছে। এ বার খবর, উইলিকে নিয়ে প্রিকুয়েল হবে। সেখানে চকলেট ফ্যাক্টরি খোলার আগে উইলির জীবনের গল্প বলা হবে। দেখানো হবে কী ভাবে তার স্বপ্ন বাস্তব হল। ছবির নাম ‘উইলি’। মূখ্য ভূমিকায় টম হল্যান্ড এবং টিমোথি শ্যালামির মধ্যে কাউকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। পরিচালনায় থাকছেন ‘প্যাডিংটন’-এর পরিচালক পল কিং। এ বছর সেপ্টেম্বর নাগাদ ছবিটি ফ্লোরে যাবে।

Advertisement


১৯৭১-এ জিন ওয়াইল্ডার অভিনীত ‘উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ এবং ২০০৫-এ জনি ডেপের ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’— দুটোই সমান জনপ্রিয় হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement