বৃহস্পতিবার ছবির প্রচারে এই পোশাকেই দেখা যায় আলিয়া ভট্টকে।
আলিয়া ভট্ট এবং রণবীর কপূর অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেয়েছে গত শুক্রবার। তার আগের দিন এই তারকা-দম্পতিকে মুম্বইয়ে ছবির বিশেষ প্রচারে দেখা গিয়েছিল। সন্তানসম্ভবা আলিয়াকে তাঁর স্ফীতোদর নিয়ে বাহারি পোশাকে দেখা যায়। অন্তঃসত্ত্বা অবস্থার জন্য বিশেষ ভাবে তৈরি বিভিন্ন পোশাক পরে চমক দেখিয়েছেন মহেশ ভট্টের এই কন্যা।
বুধবারও তাঁকে কমলা রঙের আঁটসাঁট একটি পোশাকে দেখা যায়। উন্মুক্ত গলা এই পোশাকটির উরুর কাছে কাটা। পোশাক নির্মাতাদের দাবি, পোশাকটি খুব বেশি মহার্ঘও নয়। দাম নাকি সাকুল্যে ৪,০০০ টাকা। এই পোশাকেই অনেকগুলি ছবি তোলেন আলিয়া। ইনস্টাগ্রামে এই ছবিগুলি পোস্টও করেন তিনি।
বুধবার আলিয়ার অঙ্গে গয়না তেমন ছিল না। পায়ে ছিল ফিতে বাঁধা জুতো। খুব বেশি রূপটান করতেও দেখা যায়নি তাঁকে। কিন্তু তার পরেও তাঁকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল।