Indraneil Sengupta-Barkha Bisht

বিবাহবিচ্ছেদ চেয়েছেন ইন্দ্রনীল! বরখার দাবির পাল্টা কী বললেন অভিনেতা?

ইন্দ্রনীল বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন। তাই অভিনেতাকে সসম্মানে মুক্তি দিয়েছেন। স্ত্রী বরখার এমন দাবি শুনে কী বললেন ইন্দ্রনীল?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:১২
Share:

বরখার দাবি শুনে কী বললেন ইন্দ্রনীল? ছবি: সংগৃহীত।

প্রায় ১৫ বছরের দাম্পত্য তাঁদের। আচমকাই ২০২১ সালে বিচ্ছেদের কথা শোনা যায় টলিপাড়ার চর্চিত দম্পতি বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের। চার বছর হতে চলল তাঁদের ছাদ আলাদা হয়েছে। পাকাপাকি ভাবে বিচ্ছেদ এখনও বাকি। আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু একদা যাঁদের সুখী দাম্পত্যকে দৃষ্টান্ত করা হত, তাঁদের বিচ্ছেদের খবর বিশ্বাস করতে বেশ কষ্টই পেতে হয় অনুরাগীদের। কানাঘুষো এই পতি-পত্নীর মাঝে নাকি ‘উয়ো’ অর্থাৎ তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। তিনি আবার টলিপাড়ার মিষ্টি নায়িকা। যদিও সেই নায়িকা ‘তৃতীয় ব্যক্তি’ হওয়ার তত্ত্ব নাকচ করেছেন। সম্প্রতি বরখা অবশ্য দাবি করেন, তিনি বিয়েটা বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু ইন্দ্রনীল বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন বলেই তাঁকে সসম্মানে মুক্তি দিয়েছেন।

Advertisement

স্ত্রী বরখার এমন দাবি শুনে কী বললেন ইন্দ্রনীল?

বরখা-ইন্দ্রনীলের পথ আলাদা হয়েছে। এত দিন সম্পর্কে ভাঙন নিয়ে মৌনী বজায় রাখলেও সম্প্রতি বরখা নিজের দাম্পত্য নিয়ে মুখ খুলেছেন। ‘খাদান’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে বেশ অনেক বছর পর প্রত্যাবর্তন করেছেন বরখা। এক সময় ইন্দ্রনীলকে ঘিরে আবর্তিত ছিল বরখার জীবন। তবে এখন নিজেকে গুছিয়ে নিতে শিখে গিয়েছেন। যদিও শেষে অবশ্য বরখা জানান, হয়তো যা হয়েছে ভালই হয়েছে। তিনি নিজেকে গোছানোর সময় পেয়েছেন।

Advertisement

এই প্রসঙ্গে ইন্দ্রনীল আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘বরখা যা মনে হয়েছে বলেছেন। আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনও কথা বলতে চাই না।’’ এই মুহূর্তে বাংলা ছবিতে পর পর বেশ কিছু কাজ করছেন ইন্দ্রনীল। মুম্বই-কলকাতা যাতায়াতও অব্যাহত। মেয়ে মীরার সঙ্গে সময় কাটানোর নানা ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন ইন্দ্রনীল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement