শ্বশুরকে নিয়ে কী বললেন পুত্রবধূ প্রিয়া? ছবি: সংগৃহীত।
মা স্মিতা পাটিল মারা গিয়েছেন যখন, প্রতীক মাত্র কয়েক দিনের। ছোটবেলা থেকে খ্যাতনামী বাবা রাজ বব্বরের কাছ থেকে পাওয়া অবজ্ঞা বুকে বয়ে বড় হয়েছেন, প্রতীক তেমনই জানিয়েছেন বিভিন্ন সময়। জীবনের গতিপথে অনেক অন্ধকার রাস্তায় হেঁটেছেন প্রতীক। এ বার আলোর দিকে পা বাড়ালেন অভিনেতা। দীর্ঘ দিনের প্রেমিকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। কিন্তু বিয়েতে ডাকলেন না বাবাকে। অনুপস্থিত ছিলেন ভাই-বোনেরা। প্রতীকের এমন পদক্ষেপে নাকি বেশ আঘাত পেয়েছেন রাজ বব্বর। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। এই প্রসঙ্গে মুখ খুললেন প্রতীকের স্ত্রী, রাজের পুত্রবধূ প্রিয়া।
প্রেম দিবসে মা স্মিতা পাতিলের বান্দ্রার ফ্ল্যাটে বিয়ে করলেন প্রতীক। ইতিমধ্যেই এই বিয়ে নিয়ে মনোমলিন্য শুরু হয়েছে বব্বর পরিবারে। প্রতীককে জীবনসঙ্গী পেয়ে খুশি প্রিয়া, প্রতিটি জীবনেই স্বামী হিসেবে তাঁকে চান। একই সঙ্গে বিয়েতে শ্বশুরকে নিমন্ত্রণ না জানানোর প্রসঙ্গে সাফ বলেন, ‘‘আমাদের বিয়েতে পরিবারের সকলে উপস্থিত ছিলেন। যে জেঠিমা প্রতীককে বড় করে তুলেছেন তিনি ছিলেন, প্রতীকের দাদু-দিদা ছিলেন। আমার পরিবার ছিল। আসলে যাঁদের আমরা পরিবার মনে করি তাঁদের সকলের উপস্থিতেই এই বিয়েটা হয়েছে।’’
প্রিয়া খুব সচেতন ভাবেই উত্তর দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন বলেই ধারণা অনেকের। ইতিমধ্যেই প্রতীকের ভাই- বোনেরা বলা শুরু করেছেন, এই সিদ্ধান্ত প্রতীকের নয় তাঁকে কেউ চালনা করছেন। তাঁদের দাবি, এমন কেউ রয়েছেন, যিনি প্রচারের আলো পেতেই প্রতীককে বিপথে চালনা করছেন।