Mahakumbh Monalisa

বানজারা সম্প্রদায়ের কন্যা মহাকুম্ভের মোনালিসার ভোলবদল, কোন ভাষায় কথা বলে চমকে দিলেন?

গ্ল্যামার দুনিয়া হাতছানি দিয়ে ডাকছে তাঁকে। ভাঙা-ভাঙা হিন্দি ছেড়ে কোন ভাষায় কথা বলছেন মোনালিসা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮
Share:
মোনালিসার ভোলবদল।

মোনালিসার ভোলবদল। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় তাঁকে দেখা গিয়েছিল মালা বিক্রি করতে। তার পরই কোনও এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি মোনালিসার মোহময় বাদামি চোখ। তাঁর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নিমেষে। তার পর থেকেই মোহময় চোখের পিছনে ধাওয়া করে বেড়িয়েছেন নেটপ্রভাবীরা। মালা বিক্রি লাটে উঠে গিয়েছিল তাঁর। বানজারা সম্প্রদায়ের মেয়ে মোনালিসা। পড়াশোনা শেখেননি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালা বিক্রি করতেন এত বছর। কিন্তু একটা কুম্ভমেলা জীবন বদলে দিল মোনালিসার। গ্ল্যামার দুনিয়া হাতছানি দিয়ে ডাকছে তাঁকে। ভাঙা-ভাঙা হিন্দি ছেড়ে কোন ভাষায় কথা বলছেন মোনালিসা?

Advertisement

১৪ ফেব্রুয়ারি জীবনে প্রথম বার বিমান চড়েন, থাকলেন সাত তারা হোটেলে। বিমানে চড়ে কোজিকোড়ে যান। সেখানে ববি চেম্মানুর নামে জনৈক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়ে যান মোনলিসা। চোখেমুখে নতুন ধরনের রূপটান। কেতাদুরস্ত পোশাক। সোজা রেশমি চুলকে করে ফেলেছেন কোঁকড়া। সেখানে গিয়ে হাত নেড়ে আগতদের অভিবাদন জানান। শুধু তা-ই নয় গড়গড় করে মলয়ালমে কথা বলেন আমন্ত্রিতদের সঙ্গে। মোনালিসার এমন ভোলবদলে হতচকিত কেরলবাসীও। ইতিমধ্য়ে পরিচালক সনোজ মিশ্রের ছবিতে অভিনেত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন। সমাজমাধ্যমের কল্যাণে মোনালিসার জীবনে এল নতুন উড়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement