Hunger Strike

ফোন ধরছেন না প্রেমিক, খোঁজ নিতে এসে বাড়ির সামনে ‘আমরণ অনশনে’ মুর্শিদাবাদের যুবতী

শনিবার প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসলেন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর এলাকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২২:২৬
Share:
প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসলেন যুবতী।

প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসলেন যুবতী। —নিজস্ব চিত্র।

সম্পর্ক তৈরির সময় দু’জনেই দু’জনের কাছে লুকিয়ে গিয়েছিলেন নিজেদের বিয়ের কথা। তবে প্রেমিক বিবাহিত জানার পরেও হাল ছাড়তে রাজি হননি প্রেমিকা। কিন্তু সেই প্রেমিক ফোনই ধরছেন না! এমতাবস্থায় শনিবার প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসলেন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর এলাকায়।

Advertisement

যদিও প্রেমিকার দাবি, অনশনে বসার পর থেকে প্রেমিকের আর কোনও খোঁজ পাচ্ছেন না তিনি। যুবতী বলেন, ‘‘মোমিনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়, তখন সে আমাকে জানায়নি যে, সে বিবাহিত এবং বাড়িতে তার দুই সন্তান রয়েছে। বিষয়টি পরে আমি জানতে পারলেও মোমিনের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারিনি।’’

ওই যুবতী ডোমকল থানার বালিয়াখালি গ্রামের বাসিন্দা। মোমিনের বাড়ির সামনে বসে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘‘মোমিনকে আমি বিয়ে করতে চাই। কিন্তু গত ২-৩ দিন ধরে সে আমার ফোন ধরছে না। তাই কোনও রাস্তা না পেয়ে আজ থেকে ওর বাড়ির সামনে অনশন শুরু করলাম। যত দিন না ও আমাকে বিয়ে করবে, আমি ওর বাড়ির সামনেই বসে থাকব।’’

Advertisement

এক গ্রামবাসীর দাবি, ‘‘মোমিন বর্তমানে কলকাতায় রয়েছে। তবে এই গ্রামের প্রায় সকলেই জানে মোমিন বিবাহিত হলেও একাধিক মহিলার সঙ্গে ওর প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় সারা দিনই সে বিভিন্ন জায়গায় বসে প্রেমিকাদের সঙ্গে ফোনে কথা বলে। পরিবারের লোকেরা তাকে এই কাজ করতে বারণ করলেও সে কারও কথাই শোনে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement