Zaheer Khan-Sagarika Ghatge

ক্রিকেটার জ়াহিরকেই বিয়ে করবেন, সাগরিকার ভিন্‌ধর্মে বিয়ে শুনে কী প্রতিক্রিয়া দেন বাবা-মা

৮ বছরের বড় জ়াহিরকে বিয়ে করেন সাগরিকা। নিজে মরাঠি, ভিন্‌ধর্মের ছেলে জ়াহিরকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করতে কী বলেন অভিনেত্রীর বাবা-মা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৬
Share:
সাগরিকা-জ়াহিরের বিয়েতে ধর্ম কী অন্তরায় হয়?

সাগরিকা-জ়াহিরের বিয়েতে ধর্ম কী অন্তরায় হয়? ছবি: সংগৃহীত।

দর্শক তাঁকে প্রথম দেখেছিল হকি স্টিক হাতে। চিনেছিল ‘চক দে ইন্ডিয়া’-র ‘প্রীতি সভরওয়াল’ নামে। পর্দার বাইরেও তিনি ছিলেন হকি খেলোয়াড়। পরবর্তী ব্যক্তিগত জীবনেও সাগরিকা ঘাটগে বাঁধা পড়েন খেলার সঙ্গেই। ক্রিকেটতারকা জ়াহির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাগরিকা। তিন বছর প্রেমপর্বের পরে বয়সে আট বছরের বড় জ়াহিরকে বিয়ে করেন ২০১৭ সালের নভেম্বর মাসে। নিজে মরাঠি, ভিন্‌ধর্মের ছেলে জ়াহিরকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করতে কী বলেন অভিনেত্রীর বাবা-মা?

Advertisement

হিন্দু ধর্মে বিয়ে অথবা মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী নিকাহ, দু’টিই সযত্নে এড়িয়ে গিয়েছিলেন তাঁরা। পরিবর্তে তাঁরা শুধুই রেজিস্ট্রি ম্যারেজ করেন। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে তাঁদের পরিবারে কোনও আপত্তি ছিল না। জানিয়েছিলেন, জ়াহির এবং সাগরিকা দু’জনেই। তাঁদের অভিভাবকেরা ধর্মের তুলনায় প্রাধান্য দিয়েছিলেন যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের উপরেই। সাগরিকার কথায়, ‘‘আমার বাবা-মা খুব প্রগতিশীল। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল ঠিকই, তবে আমার মনে হয়, আমার জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। যাঁর সঙ্গে আমি থাকব, তাঁর সঙ্গে যাতে জীবনটা ভাল ভাবে কাটাতে পারি।’’

তবে জ়াহির এবং সাগরিকার প্রেমের পথ মসৃণ করেছেন তাঁদের বন্ধুরা। প্রথম আলাপের পরে দু’জনেই আড়ষ্ট ছিলেন। বেশ কয়েক দিন সম্পর্ক সীমাবদ্ধ ছিল শুধু শুভেচ্ছা বিনিময়ে। সময়ের সঙ্গে আড়ষ্টতা কাটে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে সম্পর্ক পরিণতির পথে এগিয়ে নিয়ে যান। এই মুহূর্তে এক সন্তানের বাবা-মা তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement