music video

শহুরে মেয়ে বেড়াতে গিয়ে প্রেমে পড়ে ফরেস্ট গাইডের, তার পর?

মেঘ কি খুঁজে পায় তারা? শোনাবেন প্রাঞ্জল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১৭:২২
Share:

অভিনয়ে তনিকা বসু এবং প্রাঞ্জল নিজেই। —নিজস্ব চিত্র।

গান তাঁর ভাললাগা। সুর তাঁর রক্তে। তাঁর লেখা গানের কথায় আপনি কখনও মিস করেন প্রিয়জনকে আবার কখনও বা হৃদয় পাড়ি দেয় দূরে... বহু দূরে... তিনি প্রাঞ্জল দাস।

Advertisement

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘বুড়ো সাধু’-তে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রাঞ্জল। এ বার নিয়ে এলেন তাঁর নতুন গানের ভিডিয়ো ‘মেঘ খুঁজি’।

শহুরে এক মেয়ে উইকেন্ড ট্রিপে গিয়ে প্রেমে পড়ে যায় ফরেস্ট গাইডের। তার পর কী হয়? মেঘ কি খুঁজে পায় তারা? শোনাবেন প্রাঞ্জল।ভিডিয়োটি পরিচালনা করেছেন তন্ময় ঘোষ। চিত্রনাট্য রচনায় কিংশুক ঘোষ। অভিনয়ে তনিকা বসু এবং প্রাঞ্জল নিজেই।বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ‘মেঘ খুঁজি’।

Advertisement

আরও পড়ুন: টলিউডে বিয়ের ফুল, আগামী বছরে সাত পাকে বাঁধা পড়ছেন কারা?

আরও পড়ুন: জলের ভয় কাটিয়ে অ্যাকশনে রানি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement