Tollywood

Pavel: ভেঙে যাওয়া শহর কলকাতার গল্প, মুক্তি পেল পাভেলের নতুন ছবির পোস্টার

উড়ালপুলের নীচে চাপা পড়েছিল ট্যাক্সি, গাড়ি, আরও কত কত জীবন। ‘কলকাতা চলন্তিকা’-র প্রথম পোস্টারে সে ছবি জীবন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২১:৩৭
Share:

পাভেলের ছবির প্রথম পোস্টার

উড়ালপুলের উপর আস্ত শহর। মাঝখান থেকে ভেঙে পড়ছে সে উড়ালপুল। চাপা পড়েছে ট্যাক্সি, গাড়ি, আরও কত কত জীবন। মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’-র প্রথম পোস্টার। ভেঙেচুরে যাওয়া মহানগরীর ছবিতে ধরা পরিচালক পাভেলের নতুন ছবির প্রেক্ষাপট।

শ্যুটিং শুরু হয়েছে ‘কলকাতা চলন্তিকা’-র। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত ওরফে বং গাই প্রমুখ।

Advertisement

২০১৬ সালে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। চাপা পড়েছিল বহু মানুষ, গাড়ি। কান্না আর আর্তনাদের শব্দে কেঁপে উঠেছিল গোটা কলকাতা। স্বজন হারিয়েছিলেন বহু। বছর গড়িয়েছে একের পর এক। ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরেছে শহর। তবে সময় লেগেছে ক্ষত সারাতে। সেই ভয়াবহতারই গল্প শোনাবেন পাভেল।

ভূতনাথ এন্টারটেনমেন্টের ছাতার নীচে শতদ্রু চক্রবর্তীর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। পাভেলের কথায়, ‘‘এই গল্পে শহর কলকাতার তিন দিনের জীবন দেখানো হবে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলিগলি ধরে। দ্বিতীয় দিন তারই পথে ভেঙে পড়ে এক উড়ালপুল। সব ওলটপালট হয়ে যায়। তৃতীয় দিন সে আবার পুরনো ছন্দে ফিরতে শুরু করে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement