Dharmendra

ধর্মেন্দ্রর জন্মদিনে যুদ্ধের ছবির ঘোষণা! অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে অমিতাভের নাতির

শক্তিশালী চিত্রনাট্য। সঙ্গে নিখাদ বিনোদন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাতারা। পরিচালক শ্রীরাম এ দিকে দিয়ে বরাবরই নিজস্ব ধারায় চলেন। এ বারও তাঁর থেকে ব্যতিক্রমী ছবিই আশা করছেন দর্শক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৯:১৫
Share:

শক্তিশালী চিত্রনাট্য। সঙ্গে নিখাদ বিনোদন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাতারা। নিজস্ব চিত্র

অভিনেতা ধর্মেন্দ্র দেওলের ৮৬ তম জন্মদিনে নতুন কাজের ঘোষণা করলেন ‘বদলাপুর’-এর পরিচালক শ্রীরাম রাঘবন। প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। ছবির নাম ‘ইক্কিস’, যার শুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। মেগাস্টার ধর্মেন্দ্রর সঙ্গে এ ছবির আকর্ষণ হতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ।

Advertisement

শক্তিশালী চিত্রনাট্য। সঙ্গে নিখাদ বিনোদন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাতারা। পরিচালক শ্রীরাম এ দিকে দিয়ে বরাবরই নিজস্ব ধারায় চলেন। এ বারও তাঁর থেকে ব্যতিক্রমী ছবিই আশা করছেন দর্শক।

ছবির বিষয়বস্তুতে যুদ্ধের পটভূমি। লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবন অবলম্বনে তৈরি হবে ‘ইক্কিস’। অরুণই ছিলেন দেশের বীরত্বের সর্বোচ্চ সম্মান পরমবীর চক্রের সর্বকনিষ্ঠ প্রাপক। তাঁর নজিরবিহীন জীবনযাপন এ বার ধরা দেবে চলচ্চিত্রে। সেই সঙ্গে অগস্ত্যেরও হাতেখড়ি হবে অভিনয়ে।

Advertisement

পরের বছরই ফ্লোরে উঠবে ‘ইক্কিস’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement