Gehana Vasisth

Porn Case: পর্ন-কাণ্ডে গহনা বশিষ্ঠকে ফের তলব পুলিশের, রাজের দফতরে হদিশ লুকনো আলমারির

গত ফেব্রুয়ারি মাসে পর্ন-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল গহনাকে। চার মাস পরে জামিনে ছা়ড়া পেয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১২:২৬
Share:

গহনা এবং রাজ

পর্ন-কাণ্ডে এ বার জেরা করা হবে মডেল-অভিনেত্রী গহনা বশিষ্ঠকে। রবিবার মুম্বই অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের তরফে তলব করা হল তাঁকে। একই মামলায় আরও দু’জনকে তলব করা হয়েছে। রবিবার দুপুর ১২টার মধ্যে তিন জনকে অপরাধ দমন শাখার দফতরে পৌঁছতে হবে।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে পর্ন-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল গহনাকে। চার মাস পরে জামিনে ছা়ড়া পেয়েছেন তিনি। ফের রবিবার তাঁকে একই মামলায় তলব করল মুম্বই অপরাধ দমন শাখা।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে মুম্বইয়ের আন্ধেরিতে রাজ এবং শিল্পা শেট্টির ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ দফতরে তল্লাশি চালিয়ে একটি গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে।

Advertisement

পর্ন-কাণ্ডে রাজের গ্রেফতারির পর মডেল-অভিনেত্রী গহনা তাঁকে সমর্থন করে বলেছিলেন, ‘‘পর্নের সঙ্গে যৌন উদ্দীপক ছবিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। রাজ এবং আমি একই অভিযোগে অভিযুক্ত।’’ তাঁর দাবি, রাজের অ্যাপে যে ভিডিয়োগুলি রয়েছে, তার একটিও পর্ন নয়। একই কথা বলেছেন রাজের স্ত্রী শিল্পা এবং তাঁর আইনজীবীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement