Somy Ali

Porn Case: যে দেশ কামসূত্রের উৎসস্থল, সে দেশে পর্নে নিষেধাজ্ঞা কেন: সলমনের প্রাক্তন প্রেমিকা

সোমির মতে, পর্ন নিয়ে একটু বেশিই নাক সিঁটকানোর প্রবণতা রয়েছে এ দেশে। যেখানে কামসূত্র গ্রন্থ লেখা হয়েছে, সেখানে পর্ন নিয়ে এত রাখঢাক থাকা উচিত নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১১:২৭
Share:

সোমি আলি

পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সলমনকে বিয়ে করতে। সেই উদ্দেশ্য সফল না হলেও অভিনেত্রী হিসেবে পরিচিতি পান সোমি আলি। যদিও খুব বেশি অভিনয় করেননি, কিন্তু সলমন খানের সঙ্গে ৮ বছর প্রেম করার জন্য তাঁর নাম এক সময়ে বলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু ছিল। সম্প্রতি পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই পর্ন নিয়ে তোলপাড় দেশ। সেই সময়েই নিজের মতামত প্রকাশ করলেন সলমনের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।

Advertisement

তাঁর মতে, পর্ন নিয়ে একটু বেশিই নাক সিঁটকানোর প্রবণতা রয়েছে এ দেশে। যে দেশে কামসূত্র গ্রন্থ লেখা হয়েছে, সে দেশে পর্ন নিয়ে এত রাখঢাক থাকা উচিত নয়। সোমির কথায়, ‘‘যত বেশি লুকোনো হবে, তত বেশি মানুষ যৌনতা ও পর্ন নিয়ে আগ্রহী হবে। কৌতূহল বাড়বে। যাঁরা পর্নকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন, ব্যক্তিগত ভাবে তাঁদের আমি খারাপ চোখে দেখি না। তবে হ্যাঁ, যদি পর্ন বানানো কারও ক্ষতি করে অথবা নারী পাচারের মতো গর্হিত অপরাধকে প্রশ্রয় দেয়, তা হলে তাকে কোনও দিনও সমর্থন করব না।’’

সোমি মনে করেন, খুব তাড়াতাড়ি স্কুল, কলেজ, বাড়িতে যৌন শিক্ষার পাঠ চালু করা উচিত। তাঁর মতে, পর্নও শৈল্পিক অগ্রগতির মধ্যে পড়ে।। সোমির কথায়, ‘‘গভীর প্রেমে ঘনিষ্ঠতা থাকাই স্বাভাবিক। আর তাই প্রেমের দৃশ্য বা চুম্বন দৃশ্য বর্ণনা করা অনুচিত কিছুই নয়।’’

Advertisement

সোমি আলি এবং সলমন খান

সোমি এখন ‘নো মোর টিয়ার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছেন। সোমি যখন ভারতে আসেন, তাঁর অভিনেত্রী হওয়ার কোনও শখ ছিল না। কিন্তু তাও বলিউডে এসে লড়াই করেন সেই মহিলা। পাকিস্তান থেকে সোজা মায়ামি। সেখান থেকে মুম্বই। উদ্দেশ্য ছিল একটাই, সলমন খানকে বিয়ে করা।

কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন সোমি আলি। সুনীল শেট্টি ও সইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। জানা যায়, সোমি আলির সঙ্গে ৮ বছর প্রেম করেছিলেন সলমন। কিন্তু পরিণতি কী, তা তো সকলেই জানেন। সোমির প্রত্যাশিত সেই পুরুষ আজও অবিবাহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement