cinema

Pori Moni: আরও একবার ‘মম’-কে পাশে পেলেন পরীমণি

সুদিন এবং দুর্দিনে কীভাবে কাছের মুখগুলো বদলে যায়, গত কয়েক মাসে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশের নায়িকা পরীমণি।

Advertisement

বিভাস রায়চৌধুরী

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৪
Share:

‘অন্তরালে’-র নায়িকা হবেন পরীমণি।

পরীমণির ‘মম’ আবার তাঁর পাশে। ‘মম’-এর নতুন ছবির নায়িকা হবেন প্রিয় ‘মেয়ে’ই।

Advertisement

সুদিন এবং দুর্দিনে কীভাবে কাছের মুখগুলো বদলে যায়, গত কয়েক মাসে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশের নায়িকা পরীমণি। জুন মাসে বোট ক্লাব কাণ্ড। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ যখন আনেন, তখন তাঁর পাশে বেশি মানুষ ছিল না। কিন্তু একজনকে সবার খুব চোখে পড়ে। তিনি বিশিষ্ট নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকার ছবি ‘বিশ্বসুন্দরী’-র নায়িকা ছিলেন পরীমণি। সেই থেকে সখ্য। পরীমণির বিপদে তিনি পাশে থেকে সাহস জুগিয়েছেন। এই জন্য সমালোচিতও হয়েছেন প্রবল। জুনের প্রথম সপ্তাহে চয়নিকা ঘোষণা করেন তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’-র নায়িকা হবেন পরীমণি।

ঘনিষ্ঠতা কেমন ছিল? গত ৮ জুন রাতে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডাকেন পরীমণি। সাংবাদিকদের সামনে ঢাকা বোট ক্লাবের কর্মকর্তা নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে তিনি ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ করেন। সেই সাংবাদিক সম্মেলনে দেখা যায় পরীমণির কাঁধে হাত রেখে চয়নিকা পাশে বসে আছেন। তাঁকে চোখের জল মুছতেও দেখা যায় ঘন ঘন। চয়নিকাকে নিজের ‘মা’ বলে অভিহিত করেন পরীমণি। চয়নিকা নিজেও পরীমণিকে মেয়ের মতো মনে করেন বলে জানান। এরপর পরীমণির সঙ্গে চয়নিকাও ডিবি কার্যালয়ে যান। অনেকেই তাঁকে পরীর পরামর্শদাতা মনে করেছেন সেই সময়ে।

Advertisement

পরীকে দেখা যাবে হিন্দু স্ত্রী অর্পিতার চরিত্রে

কিন্তু এই সুসময় বেশিদিন থাকেনি। গত ৪ আগস্ট পরীমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হন। চয়নিকা ও নায়িকার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিদ্রুপ করা হয় পরীমণির ‘মম’ বা ‘মা’ ডাককেও। গোয়েন্দা পুলিশ এক সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় চয়নিকাকে, ছাড়ে মধ্যরাতে। সেই থেকে চয়নিকা নীরব হয়ে যান। পরীমণির মুক্তির জন্য অনেকেই মুখর হয়ে উঠলেও তিনি সামিল হননি।

বর্তমানে পরীমণি জামিনে মুক্ত। সব সামলে নিজেকে তিনি নতুন করে সাজাচ্ছেন। পরপর ছবির কাজ শুরু হবে। সামনেই জন্মদিন, তার জমকালো পরিকল্পনা করছেন। ঠিক এই সময়ে চয়নিকা আবার চাইছেন তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’-র কাজ শুরু করতে এবং সেটি পরীমণিকে নিয়েই।

দুঃস্বপ্নের দিনগুলি নিয়ে চয়নিকা জানিয়েছেন, ‘‘পরীর গ্রেফতারের পর আমাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টি আমাকে মানসিক ভাবে ভেঙে দিয়েছিল। টানা তিন দিন এক জায়গাতেই যেন বসেছিলাম। এই দেড় মাসে নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। পরী আর আমার সম্পর্ক যেমন ছিল, তেমনই আছে। ছবিটা নিয়ে ওর সঙ্গে বসতে হবে। পরী সম্ভবত এখন ‘প্রীতিলতা’, ‘গুনিন’, ‘বায়োপিক’-এর কাজ করবে। পুরো অক্টোবর মাসটাই লাগবে। আমার ছবির কাজ শুরু হবে নভেম্বরে।’’

সূত্রের খবর, ‘অন্তরালে’ ছবিতে পরীকে দেখা যাবে হিন্দু স্ত্রী অর্পিতার চরিত্রে। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এই ওয়েব ফিল্মটি দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement