Pori Moni

Pori Moni: কক্সবাজার থেকে ঢাকায় ফিরছেন পরীমণি, স্ফীত গর্ভ প্রদর্শনে বাংলাদেশে কুৎসা তাঁকে ঘিরে

তাঁর ছবি নিয়ে বিতর্কে নীরব থাকলেও পরীমণি নতুন প্রজন্মের নারী শাশ্বতী বিপ্লব-এর একটি তাৎপর্যপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। এভাবেই চিহ্নিত করেছেন নিজের সচেতন অবস্থান। শাশ্বতী লিখেছেন, ‘এইখানে, দেখার বিষয় পরীমণির পেট না। দেখার বিষয় পরীমণির সৎসাহস এবং অকপটতা। ক্রমশ হিজাব আর বোরখায় ঢেকে যাওয়া মানচিত্রে পরীমণির এই দুঃসাহস আমি ভালবাসি।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৮:০১
Share:

রাজের সঙ্গে পরীমণি

বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমণি উন্মুক্ত স্ফিত উদরের ছবি দিয়ে নেটমাধ্যমে কদর্য আক্রমণের মুখে। যদিও তাঁর মন্তব্য বাক্সের নীচে কুমন্তব্য নেই। কারণ তিনি মন্তব্যের পরিসর নিয়ন্ত্রণ করেছেন ফেসবুকে। কিন্তু ভাইরাল হয়ে যাওয়া ছবিটি তুলে ধরে অশ্লীল মন্তব্য করে চলেছেন অনেকেই। এ প্রসঙ্গে একজন সমাজকর্মী বলেছেন, ‘‘নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অধিকাংশ ক্ষেত্রেই এমন। পুরুষরা নারীকে কেবলমাত্র যৌনবস্তু মনে করে, তাই পরীমণির ছবিতে তাঁরা নতুন মাকে খুঁজে পাচ্ছে না।’’

কিন্তু মাকে খুঁজে পেয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে একজন বাংলাদেশের বিশিষ্ট তরুণ চিত্রশিল্পী জাহেদ রবিন। পরীমণি-রাজের আলোচিত ছবিটির রেখাচিত্র অবলম্বনে তিনি এঁকেছেন একটি গাছ। পরীমণির গর্ভে বেড়ে ওঠা শিশুটিকেও দেখা যাচ্ছে। সুন্দর ছবিটি তিনি উৎসর্গ করেছেন ‘পরীমণি-রাজ দম্পতির অনাগত সন্তানকে’।

Advertisement

পরে আরেকটি পোস্টে শিল্পী জাহেদ লিখেছেন, ‘সম্প্রতি পরীমণির ছবি নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা হচ্ছে। এই ছবির বিভিন্ন পোস্টে কিছু মন্তব্য পড়ে নষ্ট সমাজের দৃষ্টিভঙ্গি দেখে এক প্রকার তাড়না থেকেই ছবিটাকে আমি যেভাবে দেখেছি এঁকেছি । দেখার দৃষ্টিভঙ্গি সুস্থ হলে ছবিটা প্রকৃতির মতো মুগ্ধ করে। বদলাক সমাজের দৃষ্টিভঙ্গি।’

উল্লেখ্য, শিল্পী জাহেদ রবিন নানা আঙ্গিকে মাতৃত্বের ছবি এঁকে দেশে, দেশের বাইরে সমাদৃত।

Advertisement

পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর— আমি অপার বিস্ময়ে সুন্দরকে দেখি আর নত হই সুন্দরের কাছে।’ রাজের এই পোস্টের মন্তব্যে পরীমণি ভালবাসার চিহ্ন রেখেছেন, যা পছন্দ করেছেন কয়েক হাজার মানুষ।

তাঁর ছবি নিয়ে বিতর্কে নীরব থাকলেও পরীমণি নতুন প্রজন্মের নারী শাশ্বতী বিপ্লব-এর একটি তাৎপর্যপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। এ ভাবেই চিহ্নিত করেছেন নিজের সচেতন অবস্থান।

শাশ্বতী লিখেছেন, ‘এইখানে, দেখার বিষয় পরীমণির পেট না। দেখার বিষয় পরীমণির সৎসাহস এবং অকপটতা। ক্রমশ হিজাব আর বোরখায় ঢেকে যাওয়া মানচিত্রে পরীমণির এই দুঃসাহস আমি ভালবাসি। … হলিউডে, এমনকী বলিউডেও, বহু সেলেব্রিটি নায়িকা স্ফীত উদরের ছবি প্রকাশ করেছেন এর আগে৷ আমরা মুগ্ধ হয়ে দেখেছি। আমার দেশে এর আগে কোনও সেলেব্রিটি এই সাহস দেখায়নি। পরীমণি দেখিয়েছেন। গর্ভধারণ করলেই পেট দেখিয়ে ছবি পোস্টাতে হবে, এই নিয়ম যেমন কোথাও লেখা নেই, আবার লুকিয়ে ঢেকে-ঢুকে রাখতে হবে, সেটাও কোথাও লেখা নেই। একজন মা, এবং একজোড়া দম্পতি, তাঁদের সন্তানের আগমনকে উদযাপন করছেন তাঁদের মতো করে। তাতে এই মহাবিশ্বের কোনও ক্ষতি হয়নি। মাতৃত্ব সুন্দর। মাতৃত্বের কারণে হওয়া বেবি বাম্প সুন্দর। আপনার দেখতে ইচ্ছা না করলে চোখ বন্ধ করে রাখুন।’

দেশ জুড়ে পক্ষে-বিপক্ষে তর্কের মধ্যেই রাজ ও তাঁর নতুন কয়েকটি ছবি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘আমি ভাগ্যবতী যে সঠিক জীবনসঙ্গী পেয়েছি।’

পরীমণি আছেন নিজের মেজাজেই। কিছু বলবেন এই বিতর্ক নিয়ে? আনন্দবাজার অনলাইনকে তিনি উত্তর দিলেন, ‘‘সবই জীবনের অঙ্গ। বাড়ি ফিরছি…ঢাকার পথে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement