porimoni

Porimoni: পোশাকে ঢাকা নয়, স্বামীকে জড়িয়ে স্ফীত পেটের ছবি দিলেন অন্তঃসত্ত্বা পরীমণি

পরীমণির মা হওয়ার দিন সামনেই। সাবধানেই আছেন তিনি। যত্নশীল রাজ আগলে রেখেছেন তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৫:৪৩
Share:

পরীমণি লিখেছেন 'সেকেন্ড ট্রিমেস্টার'

বাংলাদেশে সর্বদাই আলোচনার শীর্ষে চলচ্চিত্র নায়িকা পরীমণি। জীবনযাপনে তিনি ব্যতিক্রমী। আপন মেজাজে চলেন। তাঁর গতিবিধি আন্দাজ করা যায় না আগে থেকে। নতুন নতুন ঘটনা ঘটান। মা হওয়ার পরে তাঁর পেটের চেহারায় যে পরিবর্তন হয়েছে তা ঢাকা পোশাক পরে প্রকাশ করেছিলেন তিনি। আর তাতেই সর্বত্র আলোড়ন। সবুজ গাউনের আড়ালে ছিল মাতৃত্বের চিহ্ন। একদিন পরেই নতুন চমক। নতুন ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।

ছবিতে পরীমণির 'বেবি বাম্প' উন্মুক্ত,সমুদ্রের সামনে পরম ভালবাসায় তাঁকে জড়িয়ে ধরে আছেন স্বামী অভিনেতা শরিফুল রাজ। মা দিবসে ছবিটি প্রকাশ করে পরীমণি লিখেছেন 'সেকেন্ড ট্রিমেস্টার'। ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি ভক্ত ছবিটি পছন্দ করেছেন।

Advertisement

উল্লেখ্য, ইদের ছুটি কাটাতে পরীমণি, রাজ এবং পরীমণির দাদু কক্সবাজারে এসেছেন। রাজের সঙ্গে বিয়ের পর এই প্রথম বেড়াতে আসা। একের পর এক ভালবাসার ছবি প্রকাশ করেছেন পরীমণি। রাজও। তবে সব ছাপিয়ে গিয়েছে সাহসী পরীমণির 'বেবি বাম্প'-এর ছবি।

শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। পরীমণি অভিনীত নির্মীয়মাণ ছবি 'প্রীতিলতা'র পরিচালক রাশিদ পলাশ মন্তব্য করেছেন, "কী দারুণ দৃশ্য!" নায়িকার ঘনিষ্ঠজন এবং পোশাক-পরিকল্পক জুনায়েদ জিমি মন্তব্য করেছেন, "পৃথিবীতে এটা খুবই সুন্দর একটা মুহূর্ত।"

Advertisement

পরীমণির মা হওয়ার দিন সামনেই। সাবধানেই আছেন তিনি। যত্নশীল রাজ আগলে রেখেছেন তাঁকে। তবু এই ইদ অবকাশে পরীমণির ঝুলিতে আর কী কী আছে, কেউ জানেন না। তাঁকে যে অনুমান করা অসম্ভব!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement