পুনমের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। ফাইল চিত্র।
শুক্রবার সকালের পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম পোস্ট বলছে, জরায়ু-মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নীল ছবির এই তারকার। পুনমের অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই খবর। সেই পোস্টের কিছু ক্ষণ পর পুনমের সহকারী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছিলেন, ‘‘বৃহস্পতিবার মৃত্যু হয়েছে পুনমের।’’ কিন্তু তার পর থেকে পুনমের মৃত্যু সংক্রান্ত আর কোনও তথ্য পাওয়া যায়নি। পুনমের মৃত্যুর খবরটি আদৌ কতটা সত্য, তা নিয়েও সংশয় দেখা গিয়েছিল। পুনমের পরিবারের কেউ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তার মাঝেই শুক্রবার সন্ধ্যায় অন্য একটি দাবি করে ‘জুম টিভি’। এই সংবাদমাধ্যমের দাবি, জরায়ু মুখের ক্যানসারে নয়, মাত্রাতিরিক্ত মাদকদ্রব্য সেবনের কারণেই মৃত্যু হয়েছে পুনমের। তবে কী ধরনের মাদক সেবন করেছিলেন অভিনেত্রী, তা এখনও জানা যায়নি বলে দাবি ওই সংবাদমাধ্যমের।
উত্তরপ্রদেশের কানপুরের মেয়ে পুনম। শোনা যাচ্ছে, গত কয়েক দিন দরে সেখানেই ছিলেন তিনি। মডেলিং দিয়ে শুরু করেন কেরিয়ার। বলিউডে অভিষেক হয় ২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে। তেমন ভাবে প্রভাব ফেলতে পারেননি বড় পর্দায়। ধীরে ধীরে নীল ছবির জগতে পরিচিতি বাড়তে থাকে তাঁর। শেষে প্রাপ্তবয়স্কদের ছবির নায়িকা হয়েই রয়ে গেলেন পুনম। মু্ম্বইতে বেড়ে ওঠা। সেখানেই মানুষ তবে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ইন্ডাস্ট্রিতে ছিল না পূর্ব পরিচিতি। এক সাক্ষাৎকারে পুনম বলেছিলেন, ‘‘আমি যে ভাবে চারপাশে চর্চিত হয়েছি, সবটাই প্রচার কৌশল। আমি এমন একটা মেয়ে, যার কোনও চেনা পরিচিতি ছিল না এই ইন্ডাস্ট্রিতে। তবু লোকে এখন আমাকে চেনেন। আমার ধারণা, আমি সফল হয়েছি।’’
পুনমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর পরিবারের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। পরিবারের তরফেও কেউ পুনমের মৃত্যুর নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও। ফলে বিষয়টি নিয়ে বাড়ছে ধোঁয়াশা।