Pooja Hegde

‘নগ্ন’ ছবি দেখার দাবি নেটাগরিকের, পূজার কাণ্ড দেখে হতবাক অনুরাগীরা

অনুরাগীর এমন দাবি শুনে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৩
Share:

পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রাম

হালে ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়েছে ‘পোস্ট আ ফোটো অব’ বিষয়টি। অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের অদেখা ছবি পোস্ট করছেন এই ‘পোস্ট আ ফোটো অব’ বিভাগে। আর এর সূত্রেই অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পূজা হেগড়ে। অনুরাগীদের অনুরোধ রেখে নিজের একাধিক অদেখা ছবি সমাজমাধ্যমে প্রকাশও করেছেন তিনি। কিন্তু এরই মধ্যে এক জন অস্বস্তিকর এক দাবি করে বসলেন। তিনি পূজার ‘নগ্ন’ ছবি দেখতে চান।

Advertisement

অনুরাগীর এমন দাবি শুনে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর উপস্থিত বুদ্ধি দিয়ে সামলালেন বিষয়টি। যা দেখে পূজার অনুরাগীর সংখ্যা সমাজমাধ্যমে আওর বেড়ে গিয়েছে।

বেমক্কা এমন দাবি শুনে, পূজা মোটেই মাথা গরম করেননি। বরং উল্টে ঠান্ডা মাথায় তিনি প্রকাশ করেছেন তাঁর খালি পায়ের ছবি। ইনস্টাগ্রাম ‘স্টোরি’-তে তিনি এই ছবি দিয়ে বলেছেন, ‘নংগে পাও’ (খালি পা)।

Advertisement

পূজার পোস্ট করা ছবি। ছবি: ইনস্টাগ্রাম

পূজার এই কাণ্ডে রীতিমতো মজা পেয়েছেন নেটাগরিকেরা। মুহূর্তে ছড়িয়ে পড়েছে তাঁর সেই ‘খালি পা’-এর ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement