Pooja Bhatt

খিদে নেই এক ফোঁটা, তিন বছরের ব্যবধানে দ্বিতীয় বার করোনা আক্রান্ত পূজা ভট্ট

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে করোনার প্রকোপ বাড়ছে। এ বার করোনা আক্রান্ত পূজা ভট্ট। দেশবাসীর উদ্দেশে রাখলেন আর্জি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৬:৪৭
Share:

তিন বছর আগে ২৪ মার্চেই প্রথম করোনা আক্রান্ত হন পূজা। তিন বছর পর ফের একই দিনে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন মহেশ ভট্টের কন্যা। ছবি: ফেসবুক।

প্রায় তিন বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছিল বলিউড। কিন্তু ঠিক তখনই যেন করোনা জানান দিল তাঁর অস্তিত্ব। দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান কিরণ খের। এ বার কোভিডে আক্রান্ত হলেন অভিনেত্রী প্রযোজক পূজা ভট্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাওয়া সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজারেরও বেশি। লক্ষণীয়, তিন বছর আগে ২৪ মার্চেই প্রথম করোনা আক্রান্ত হন পূজা। অদ্ভুত সমাপতন। তিন বছর পর ফের একই দিনে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন মহেশ ভট্টের কন্যা।

Advertisement

নিজের অসুস্থতার খবর জানাতে পূজা সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। ‘সড়ক’ অভিনেত্রী টুইটারে লেখেন, ‘‘তিন বছর আগে এই দিনটিতেই করোনায় আক্রান্ত হই। দয়া করে সকলে মাস্ক পড়ুন। করোনা কিন্তু ভীষণ ভাবেই রয়েছে। টিকা নেওয়া থাকলেও করোনায় আক্রান্ত হতে পারেন। খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরব।’’

করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রিতে পূজার সহকর্মীরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। ‘আই অ্যাম’ ছবির পরিচালক অনির লেখেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালবাসা পাঠালাম।’’ সমাজমাধ্যমে বার্তা পাঠিয়েছেন পূজার অনুরাগীরাও। তাঁদের উত্তর দিতে পূজা লেখেন, ‘‘আপাতত বিন্দুমাত্র খিদে নেই। বাড়িতে সময় কাটছে ওটিটিতে সিরিজ় দেখে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement