Parineeti Chopra

‘পরিণীতিকে বিয়ে করলে খবর দেব’, অভিনেত্রীর সঙ্গে প্রণয় প্রসঙ্গে সংসদ ভবনে আপ নেতা

সম্প্রতি আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে রেস্তরাঁর বাইরে হাসি মুখে পোজ় দেন পরিণীতি চোপড়া। শুক্রবার সংসদ ভবনের সামনে পরিণীতির নাম শোনা মাত্রই মুখ খুললেন দেশের কনিষ্ঠতম এই সাংসদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৫:২৩
Share:

পরিণীতির সঙ্গে প্রেম? সংসদ ভবনের বাইরে যা বললেন রাঘব চাড্ডা। ফাইল চিত্র।

সদ্য সমাজবাদী পার্টির যুবনেতাকে বিয়ে করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এ বার পরিণীতি চোপড়াকে দেখা গেল আপ দলের নেতা রাঘব চড্ডার সঙ্গে। সম্প্রতি মুম্বইয়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। দুইয়ে দুইয়ে চার করে নিতে চাইলেন নেটিজ়েনরা, তা হলে কি দু’জনে প্রেম করছেন? এক রেস্তরাঁর বাইরে আলোকচিত্রীরা তাঁদের ঘিরে ধরলে হাসিমুখে পোজ় দেন দু’জনেই। স্বরা এবং সমাজবাদী পার্টির সদস্য ফাহাদ আহমেদের বন্ধুত্বের পথে প্রেমের নজিরে মুগ্ধ অনুরাগীরা। পরিণীতি আর রাঘবকে দেখেও সে ভাবেই শুরু জল্পনা। এর মাঝেই রাঘবের মন্তব্য যেন আগুনে ঘৃতাহুতির কাজ করল।

Advertisement

নয়া দিল্লির বাসিন্দা রাঘব সংসদের কনিষ্ঠতম নেতা। শুক্রবার সংসদ ভবনে ঢোকার মুখেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাঘব। প্রশ্ন, তিনি কি মন দিয়ে বসলেন পরিণীতিকে? ‘হ্যাঁ’ অথবা ‘না’তে অনায়াসেই জবাব দিতে পারতেন রাঘব। তবে সে পথে না হেঁটে তিনি বলেন, ‘‘আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’’ এই সঙ্গে রাঘব বলেন, ‘‘আমরা বিয়ে করলে আপনাদের খবর নিশ্চই দেব।’’ উত্তর দেওয়ার সময় রাঘবের মুখে দেখা গেল স্মিত হাসি। জল্পনা ছড়ালেও, তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘একসঙ্গে কী সুন্দর লাগছে!” আবার কেউ লেখেন, “যদি ওঁরা সত্যিই প্রেম করেন, আমি ভীষণ খুশি!”

রাঘবের পড়াশোনা ইংল্যান্ডে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্য দিকে প্রিয়ঙ্কা চোপড়ার বোন পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তনী। যশরাজ ফিল্মসের অধীনে বলিউডে পা রাখেন তিনি। শোনা যাচ্ছে ভারতে নয়, লন্ডনেই নাকি দু’জনের প্রথম আলাপ। তা হলে কি স্বরার জুতোতেই পা গলালেন পরিণীতি? সেটা সময়ই বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement