রাশিদ খান। —ফাইল চিত্র।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকাহত গোটা দেশ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের তাবড় তাবড় ব্যক্তিত্ব। রাশিদ খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীও।
মঙ্গলবার রাতে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “শাস্ত্রীয় সঙ্গীত জগতের কিংবদন্তি, উস্তাদ রাশিদ খানের প্রয়াণে মর্মাহত। তাঁর প্রতিভা এবং সঙ্গীতের প্রতি নিষ্ঠা আমাদের সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছে এবং বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।”
রাহুল গান্ধী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, “উস্তাদ রাশিদ খানের মৃত্যুতে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দুঃখের এই সময় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
মঙ্গলবার মাত্র ৫৬ বছর বয়সে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাশিদ খান। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গত ২২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। এ দিন বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হলেন তিনি। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্টজন।