Alia Bhatt

Alia Bhatt: রণবীরকে নিয়ে চিত্রগ্রাহকের আচমকা মন্তব্যে হতবাক! মুখ খুললেন আলিয়া

সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছিল মহেশ-কন্যাকে। বলিউডের অন্যান্য তারকাদের মতো আলিয়ার ‘এয়ারপোর্ট লুক’-ও ছিল চোখে পরার মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১২:৩৪
Share:

আলিয়া ভট্ট।

প্রেমিকের নাম নিয়ে বিড়ম্বনায় আলিয়া ভট্ট।

সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছিল মহেশ-কন্যাকে। বলিউডের অন্যান্য তারকাদের মতো আলিয়ার ‘এয়ারপোর্ট লুক’ ছিল চোখে পরার মতো। গায়ে জ্যাকেট, ট্র্যাক প্যান্টস, মাথায় টুপি পরে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা দিলেন আলিয়া। এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। কিন্তু গণ্ডগোল পাকালেন চিত্রগ্রাহকদেরই একজন। আলিয়ার প্রশংসা করতে গিয়ে তাঁকে অবাক করে দিলেন তিনি। আচমকাই তিনি বলে ওঠেন, ‘আপনাকে রণবীর সিংহের মতো দেখতে লাগছে।’ তাঁর এই কথা শুনে থমকে যান আলিয়া। অবাক হয়ে প্রশ্ন করেন, ‘রণবীর সিংহের মতো?’

Advertisement

এই চিত্রগ্রাহকের বাকি সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাঁর ভুল শুধরে দেন। সম্মিলিত ভাবে তাঁরা জানান তাঁদের সহকর্মী, আলিয়ার সাজ পোশাককে তাঁর প্রেমিক রণবীর কপূরের সাজ পোশাকের সঙ্গে তুলনা করতে চেয়েছিলেন। প্রেমিকের নাম ভুল বললেও, পুরো বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন আলিয়া। চিত্রগ্রাহকদের ছবি তোলার সুযোগ করে দেন তিনি। এর পরে বলেন, “শুভ রাত্রি। রাত হল। এ বার আপনারা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন।”

প্রায় তিন বছর ধরে রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন আলিয়া ভট্ট। কিন্তু এখনও পর্দায় একসঙ্গে ধরা দেয়নি বলিউডের এই জুটি। অন্য দিকে, ২০১৯ সালে রণবীর সিংহের সঙ্গে ‘গালি বয়’ ছবিতে অভিনয় করেন আলিয়া। সেই ছবির সাফল্যের পর এ বার কর্ণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয় করবেন তাঁরা। ইতিমধ্যেই ছবির শ্যুট শুরু হয়ে গিয়েছে। ব্যক্তিগত হোক বা পেশাগত, আলিয়ার জীবন এখন রণবীরময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement