আরিয়া আর জন
একটি সিংহাসন, সাতটি রাজ্য আর সেই সিংহাসনের অধিকার নিয়ে লড়াই। প্রেম, রাজনীতি আর ক্ষমতার এই খেলায় ভক্তের অভাব নেই। ‘গেম অব থ্রোন্স’-এর সব সিজ়নের শেষে এসে ভক্তরা বেশ হতাশ। সিরিজ় শেষ করার জন্য প্রত্যেকটা এপিসোডে যেন বড় তাড়াহুড়ো। সার্সি ল্যানিস্টারের মৃত্যু নিয়েও ভক্তবৃন্দ খুব একটা সন্তুষ্ট নয়।
তবে একটি প্রশ্ন তো থেকেই যায়, তা হলে শেষমেষ সিংহাসন কে পাবে? ল্যানিস্টাররা সিংহাসন দখল করে বসে থাকলেও শেষ এপিসোডেই টিরিয়ন ছাড়া ল্যানিস্টার বংশ ধ্বংস করে ছেড়েছে ড্যানেরিস টার্গ্যারিয়ান ও তার ড্রাগন। তা হলে কি ড্যানিই বসবে সিংহাসনে? এ দিকে জন স্নো-ও সিংহাসনের যোগ্য উত্তরসূরি। শেষ সিজ়নে কী হয়, তা নিয়ে অনেক তথ্য ও প্রেডিকশন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল িমডিয়ার আনাচে-কানাচে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেলেবরাও হিসেবনিকেশ শুরু করে দিয়েছেন।
ঋতব্রত মুখোপাধ্যায় বললেন, ‘‘সব সময়েই আনপ্রেডিক্টেব্ল ছিল ‘জিওটি’। কিন্তু আমি এই সিজ়নে ভীষণ হতাশ। তবে শেষে একটা টুইস্ট নিশ্চয়ই থাকবে, এটাই যা আশা। আমার মনে হয়, ড্যানেরিস যে ভাবে কিংস ল্যান্ডিং ধ্বংস করে ফেলল, ও ড্রাগনস্টোনেই ওর রাজধানী সরিয়ে নিয়ে গিয়ে সেখানে রানি হয়ে বসবে। অথবা শেষে টিরিয়ন কিছু একটা করে জনকে সিংহাসনে বসিয়ে দিতেও পারে।’’ এ দিকে ঋতাভরী চক্রবর্তীর মত আবার আলাদা, ‘‘ড্যানেরিস তো ম্যাড কুইন হয়েই গিয়েছে। ওকে আরিয়া স্টার্ক মারবে। তার পরে সিংহাসনে জন স্নো-র বসার কথা। কিন্তু এত প্রেডিক্টেব্ল কিছু দেখানো হবে বলে মনে হয় না। গেন্ড্রির শরীরে ব্যারাথিয়ন রক্ত আছে, ফলে ওরও সিংহাসনের বসার হাই চান্স। এই সিজ়নে ভীষণ হতাশ হয়েছি। জেমিকে খুব ভাল লাগত। চরিত্রগুলো বড় ঘেঁটে ফেলেছে শেষে এসে। তবে লাস্ট এপিসোডে ভাল কিছু নিশ্চয়ই হবে।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সিংহাসনে বসার যোগ্য বাকি স্টার্করাও এখনও বেঁচে রয়েছে। অন্য দিকে রয়েছে টিরিয়ন ল্যানিস্টার, যে সব সময়ে তার দিদি সার্সিকে বলেছে ‘নলেজ ইজ় পাওয়ার।’ যদিও সার্সি মনে করত, পাওয়ার ইজ় পাওয়ার। সার্সির মৃত্যুর সঙ্গে সঙ্গেই অবশ্য সেই থিয়োরি ধরাশায়ী। টিরিয়নের থিয়োরি অনুযায়ী স্যামুয়েল টার্লি বা টিরিয়নেরও সম্ভাবনা থাকছে। সানসা স্টার্কও অধিকার পেতে পারে সিংহাসনের, সে ক্ষেত্রে টিরিয়নও ‘হ্যান্ডস অব দ্য কুইন’ হতেই পারে। তবে আপাতত কিংস ল্যান্ডিংয়ের যা অবস্থা, তা এক এপিসোডে পরিষ্কার করে রাজ্য শুরু করার অবস্থায় ফিরলে হয়। সুতরাং সিংহাসন ফাঁকা থাকার সম্ভাবনাও কিন্তু থেকেই যাচ্ছে। অপেক্ষা আগামী সপ্তাহের...