Papiya Adhikari

নতুন ভাবে শিখছেন পাপিয়া

পাপিয়া যাত্রার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

পাপিয়া

পরিচালক অসিত সেনের কাছে শিখেছিলেন কী ভাবে ছবি পরিচালনা করতে হয়। তার পর বেশ কয়েকটি টেলিফিল্ম ও বাংলা দূরদর্শনে ‘কী হল’ ধারাবাহিক পরিচালনা করেন পাপিয়া অধিকারী। কিন্তু পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে, বলে মনে করেন অভিনেত্রী। বর্ণবৈষম্যের শিকার এমন দুই নারীর উত্তরণের কাহিনি নিয়ে লিখেছেন ‘দ্য রুট’-এর চিত্রনাট্য। পাপিয়া যাত্রার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। যাত্রার নায়িকাদের জীবন নিয়ে লিখছেন ‘খিদে’। অভিনেত্রী বললেন, ‘‘এমন ছবি করতে চাই, যা নিয়ে চর্চা হবে। ‘দ্য রুট’-এর প্রধান চরিত্রে আমার এক পরিচিত আফ্রিকান মহিলাকে ভেবেছি। আর একটি চরিত্রে বড় মেয়ে মামিয়া দে’কে লঞ্চ করার ইচ্ছে রয়েছে।’’ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথম সারির এক নায়িকাকে রাখার পরিকল্পনা পাপিয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement