Nushrratt Bharuccha

‘এ কেমন মুসলিম’! কেদারনাথ থেকে ছবি দিতেই প্রশ্ন নুসরতকে, পাল্টা জবাব দিলেন নায়িকা

নুসরতের গলায় পদ্মের মালা, কপালে তিলক, পরনে ডেনিম ও মোটা জ্যাকেট— প্রথম বার কেদারনাথে গিয়ে ছবি তুলে কটাক্ষের মুখে নুসরত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৩:৩২
Share:
কেদারনাথ দর্শনে সমালোচনার জবাবে মুখ খুললেন নুসরত।

কেদারনাথ দর্শনে সমালোচনার জবাবে মুখ খুললেন নুসরত। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত বছর কেদারনাথ ও বদ্রীনাথ সফরে যান অভিনেত্রী নুসরত ভারুচা। মন্দিরের বাইরে থেকে একাধিক ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। নুসরতের গলায় পদ্মের মালা, কপালে তিলক, পরনে ডেনিম ও মোটা জ্যাকেট। প্রণামের ভঙ্গিতে ছবি তুলে নুসরত লেখেন, ‘‘আমার প্রথম কেদারনাথ-বদ্রীনাথ দর্শন।’’ তাতেই উড়ে আসে নানা ধরনের মন্তব্য। অনেকেই প্রশ্ন তোলেন নুসরতের ধর্মীয় অবস্থান নিয়ে। তাঁকে প্রশ্ন করে লেখেন, ‘‘এ কেমন মুসলিম?’’ এ বার তাঁদের কটাক্ষের জবাব দিলেন নুসরত।

Advertisement

তিনি সেই সময় যে ভাবে সমালোচিত হয়েছিলেন তাঁর প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার কাছে আস্থাটাই সব। আমার কাছে ধর্ম অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার।’’ নুসরত জানান, তাঁর পরিবার সেই শিক্ষাই দিয়েছে যেখানে সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়। পাশপাশি যাঁর যেখানে বিশ্বাস, তিনি সেই ধর্মীয় পথ বেছে নিতে পারেন, এটাও তাঁর পারিবারিক শিক্ষা।

নুসরতের কেদারনাথ দর্শন।

নুসরতের কেদারনাথ দর্শন। ছবি: ইনস্টাগ্রাম।

নুসরতের কথায়, ‘‘যেখানে শান্তি খুঁজে পাবেন সেখানেই যাবেন। সেটা মন্দির, মসজিদ, গুরুদ্বার কিংবা গির্জা যে কোনও জায়গা হতে পারে। আমি সময় পেলেই নমাজ পড়ি। এমনকি নমাজের মাদুর সঙ্গে নিয়ে ঘুরি, কখনও সময় পেলে পাঁচ বার নমাজ পড়ি। আমি সব সময় বিশ্বাস করি ঈশ্বর এক। তার সঙ্গে যোগাযোগ করার বিভিন্ন পথ হতে পারে। আমি সমস্ত মতাদর্শগুলো জেনেবুঝে নিতে চাই।’’ হিন্দুদের ধর্মীয় স্থানে গিয়ে যে পরিমাণ সমালোচনার স্বীকার হন সেই প্রেক্ষিতে নুসরত বলেন, ‘‘আমাকে এ সব সমালোচনা আটকে দিতে পারবে না। আমি মন্দিরেও যাব, নমাজও পড়ব। দুটোই করব। কারণ এটাই আমার বিশ্বাস।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement