MOEF Jobs 2025

কর্মী নিয়োগ করবে পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক, কারা আবেদন করবেন?

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের বিভিন্ন বেঞ্চে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ চারটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৩:৪৪
Share:
Govt Jobs 2025.

প্রতীকী ছবি।

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকে কর্মখালি। সম্প্রতি মন্ত্রকের ওয়েবসাইটে চারটি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ চারটি।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রকের তরফে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ এবং জ়োনাল বেঞ্চে কাজের জন্য জুডিশিয়াল মেম্বার এবং এক্সপার্ট মেম্বার পদে কর্মী নিয়োগ করা হবে। কাজের জন্য কলকাতা-সহ বিভিন্ন শহরে তাঁদের যাতায়াত করতে হবে।

জুডিশিয়াল মেম্বার হিসাবে হাইকোর্টের বিচারপতি, কিংবা জেলা আদালতের বিচারক পদে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে পরিবেশ এবং অরণ্য সম্পর্কিত আইনি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement

এক্সপার্ট মেম্বার পদে বিজ্ঞান শাখার কোনও বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং অন্তত ২৫ বছর পরিবেশ এবং অরণ্য সম্পর্কিত বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।

নিযুক্তদের প্রতি মাসে ২ লক্ষ ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। বয়স ৫০ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের সার্চ-কাম-সেকশন কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং অন্যান্য নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৫ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement