Paoli Dam

Paoli Dam: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাওলির ‘ছাদ’, উপস্থিত হতে পারলেন না অভিনেত্রী

ভরা লকডাউনে শ্যুটিং। বিদেশ পাড়ি পাওলির নতুন ছবি ‘ছাদ’-এর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ২০:৫৭
Share:

আন্তর্জাতিক দক্ষিণ-এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে পাওলির নতুন ছবি ‘ছাদ’

মিত্রা, পেশায় একজন লেখিকা এবং অধ্যাপিকাও বটে। এই পুরুষতান্ত্রিক সমাজের জাঁতাকলে যখন তাঁর দম আটকে আসে। তখন অক্সিজেন জোগায় এই ছাদ। বাড়ির এই ছাদটা তাঁর বড় প্রিয়। এমনই আটপৌরে বাঙালি মেয়ের জীবনকে কেন্দ্র করেই পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের প্রযোজনায় তৈরি হয়েছে ‘ছাদ’। আন্তর্জাতিক দক্ষিণ-এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৩ অগস্ট প্রদর্শিত হতে চলেছে এই ছবি।

Advertisement

এ প্রসঙ্গে পাওলি দামের সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়। জানান, তিনি অবশ্যই খুবই খুশি। বলেন, “ছাদ আমারও খুব প্রিয় জায়গা। ইন্দ্রাণী যখন আমাকে বলেন গল্পটা শুনেই আমার পছন্দ হয়েছিল। যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না ভিসার সমস্যার জন্য।”

ভরা লকডাউনে উত্তর কলকাতায় হয়েছিল শ্যুটিং। অবশেষে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো সেটাই বড় প্রাপ্তি। খুব শিগগির মুক্তি পাবে ‘ছাদ’। অন্যদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement