জি বাংলায় আসছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিখ্যাত কিশোর গোয়েন্দার দল ‘পঞ্চ পাণ্ডব’। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
অবশেষে তারা আসছে। যদিও আসার দিনক্ষণ স্থির হয়নি এখনও। কিন্তু প্রোমো আসতেই চনমনে জেন ওয়াই। বাবলু তার পাঁচ সাগরেদ বাচ্চু, বিচ্ছু, বিলু, ভোম্বল আর পঞ্চুকে নিয়ে আসছে ছোট পর্দায়। সোশ্যাল মিডিয়া বলছে, জি বাংলায় আসছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিখ্যাত কিশোর গোয়েন্দার দল ‘পঞ্চ পাণ্ডব’।
কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, জনপ্রিয় এই উপন্যাসের চরিত্রেরা ধরা দেবে ছোট পর্দায়। কিন্তু বাস্তবে তা হয়ে উঠছিল কই? ফলে, কিরীটী, ব্যোমকেশ, মিতিন মাসি, ফেলুদারা বড় পর্দা মাতালেও ছোট পর্দায় ঔপন্যাসিক গোয়েন্দার ছোঁয়া অধরাই।
অবশেষে সেই অভাব পূরণের পথে। চ্যানেল কর্তৃপক্ষ মেগা সম্পর্কে মুখ না খুললেও টেলিপাড়া সূত্রে খবর, এই প্রজন্মের অভিনেতাদের দেখা যাবে পঞ্চ পাণ্ডব হিসেবে। মুখ্য চরিত্র বাবলু হবেন রব দে। যিনি মূলত মঞ্চে কাজ করেন।
আসছে নতুন ধারাবাহিক 'পান্ডব গোয়েন্দা' চোখ রাখুন #ZeeBangla'এ #PandabGoenda #পান্ডবগোয়েন্দা #ZeeBanglaHD #PandabGoendaLaunch
আরও পড়ুন: এক দেখাতেই মুগ্ধ! কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্বস্তিকা?
আরও পড়ুন: সলমন খানকে খুনের ষড়যন্ত্র! নেপথ্যে কি পুরনো বিবাদ?