(বাঁ দিকে) শ্বেতা তিওয়ারি (ডান দিকে) পলক তিওয়ারি। ছবি: সংগৃহীত।
চলতি বছরই বলিউডে অভিষেক ঘটেছে শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির। সবেমাত্র কাজ শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে। হার্ডি সন্ধুর ‘বিজলি বিজলি’ গানের মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে। দর্শক তাঁকে চেনেন ‘বিজলি গার্ল’ নামে। বলিপাড়ার তারকা সন্তানের মধ্যে বেশ নাম ডাক রয়েছে পলকের। সম্প্রতি মুম্বইয়ে একটি দোকান থেকে বেরোতে দেখা গেল অভিনেত্রীকে। সেখানেই এক জন ভিক্ষা চাইতে এলে তাঁকে ফিরিয়ে দিলেন শ্বেতা-কন্যা? কেন?
পেশার ক্ষেত্রে মায়ের পদাঙ্ক অনুসরণ করলেও টেলিভিশনের বদলে বলিউডেই হাতেখড়ি হয়েছে পলকের। তবে সিনেমাই যে তাঁর লক্ষ্য সে বিষয়টি প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। সম্প্রতি সাদা সালোয়ার কামিজ পরে একটি দোকান থেকে বেরোচ্ছিলেন পলক। তখনই এক ভিক্ষুক তাঁর কাছে ভিক্ষা চান। ক্ষমা করবেন বলে এগিয়ে যান পলক। ফের তাঁর কাছে ভিক্ষা চাইতে পলক বলেন তাঁর কাছে আসলে নগদ এক টাকা নেই। গোটা ঘটনাটা ধরা পড়ে ছবিশিকারিদের ক্যামেরায়।
শ্বেতা-কন্যার এমন আচরণ দেখে অনেকেই হাসি ঠাট্টা করছেন তাঁকে নিয়ে। নেটাগরিকদের কেউ লিখেছেন, ‘‘প্রায় কিলো খানেক ওজনের ব্যাগ, তাতে টাকা নেই!’’ অন্য জন লেখেন, ‘‘এরা অন্য সময় কোটি কোটি খরচ করবে, লোককে সাহায্যের বেলায় নেই।’’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘‘ব্যাগে মনে হয় শুধুই সাজগোজের জিনিস রয়েছে।’’ যদিও মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে পলক নিজে জানান, এত বড় হয়ে গেলেও তাঁর টাকা পয়সা সবটা থাকে মায়ের কাছে। সামান্যতম জিনিসের জন্য মায়ের অনুমতি নিতে হয় তাঁকে।