নাসিরুদ্দিন
অদূর ভবিষ্যতে সিনেমা হলকে রিপ্লেস করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম, এমনটাই মনে করেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। সিনেমা হল ভবিষ্যতে আদৌ থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে প্রবীণ অভিনেতার। বড় পর্দার জন্য তৈরি ছবিগুলির ওয়েব-মুক্তি নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন নাসিরউদ্দিন, ‘‘ওটিটি প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করার স্বাধীনতা রয়েছে। প্রযোজক, ডিস্ট্রিবিউটর কিংবা স্টারদের কাছ থেকে পরিচালককে অহেতুক পরামর্শ নিতে হবে না। আমাদের এটা মাথায় রেখেই ভবিষ্যতে চলতে হবে যে, একদিন সিনেমা হল ব্যাপারটা না-ও থাকতে পারে।’’ সলমন খানের ছবি ওটিটি-তে মুক্তি পেলে দর্শকের প্রতিক্রিয়া কী রকম হবে, তা নিয়েও কৌতূহল রয়েছে নাসিরের। তিনি নিজেও ওয়েব সিরিজ়ের অংশ হয়েছেন। ‘বন্দিশ ব্যান্ডিটস’ মিউজ়িক্যাল সিরিজ়ে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন নাসিরউদ্দিন, যা মুক্তি পাচ্ছে আজ।