Oscars 2021

পার্শ্বচরিত্রে প্রথম বার কোরীয় মহিলার হাতে অস্কার

‘মিনারি’ ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করে সেরার শিরোপা পেলেন ৭৩ বছর বয়সি কোরীয় মহিলা ইয়া-জাং ইয়ুন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১০:২০
Share:

‘মিনারি’ ছবির দৃশ্য

অনুষ্ঠিত হল ৯৩তম অস্কার। চমকপ্রদ ফলাফল দেখে খুশি বিশ্ববাসী। এশীয়, অশ্বেতাঙ্গ এবং মহিলা— ভেদের রাজনীতিতে পিছিয়ে পড়া মানুষরা সম্মান পেলেন অ্যাকাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস আয়োজিত এই পুরস্কার মঞ্চে। ‘মিনারি’ ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করে সেরার শিরোপা পেলেন ৭৩ বছর বয়সি কোরীয় মহিলা ইয়া-জাং ইয়ুন। শুধু অস্কার নয়, বাফটা পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী।

Advertisement

‘সোল’ ছবির গল্পে রয়েছে জাতি-বর্ণভেদের সংকটের টানাপড়েন। যে ছবি এই অস্কারে দু’টি পুরস্কার পেয়েছে। সেরা নেপথ্য সঙ্গীত এবং সেরা অ্যানিমেটেড ছবি। তা ছাড়া ক্লোয়ি জাও সেরা পরিচালকের খেতাব পেয়েছেন ‘নোম্যাডল্যান্ড’-এর জন্য। এই বিভাগে পুরস্কার পেলেন প্রথম কোনও অ-শ্বেতাঙ্গ মহিলা।

কোভিড পরিস্থিতি সত্ত্বেও ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে না অস্কার। গত বছরে অতিমারির জেরে বিধ্বস্ত বিশ্বে ছবির সংখ্যা কমেনি। বিচারকদের কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ছবির নাম যুক্ত হয়েছিল মনোনয়ন তালিকায়।

Advertisement

কয়েকটি বিভাগের সেরার তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক—

সেরা ছবি- নোম্যাডল্যান্ড

সেরা পরিচালক- ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)

সেরা অভিনেত্রী- ফ্রান্সিস ম্যাক ডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা অভিনেতা- অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা পার্শ্বচরিত্র (পুরুষ)- জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া (ড্যানিয়েল কালুয়া)

সেরা পার্শ্বচরিত্র (মহিলা)- ইয়া-জাং ইয়ুন (মিনারি)

সেরা ক্যামেরা- এরিক মেসেরস্মিৎ (ম্যাঙ্ক)

সেরা তথ্যচিত্র (ফিচার)- মাই অক্টোপাস টিচার

সেরা সম্পাদনা- মিকেল ই জি নিয়েলসেন (সাউন্ড অব মেটাল)

সেরা গান- ‘ফাইট ফর ইউ’ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া)

সেরা নেপথ্য সঙ্গীত- সোল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement