বুলবুল মহলানবিশ ও শ্রাবণী সেন
রবি স্মরণে প্রযুক্তির সুতোয় এক হলেন ওঁরা। ওঁদের কেউ থাকেন ওপার বাংলায়, কেউ এ দেশেরই বিভিন্ন প্রান্তে, আবার কেউ বা সাত সমুদ্র পেরিয়ে সেই সুদূর ফ্লোরিডায় কিংবা বার্মিংহামে।
করোনা আতঙ্কে বাইরে অনুষ্ঠানের সুযোগ নেই। কিন্ত সৃষ্টি থেমে থাকে না। তাই বাইশে শ্রাবণ উপলক্ষে বাগুইআটি নৃত্যাঙ্গণের সদস্যরা এক সপ্তাহ ধরে ভারচুয়ালি নাচ-গান-আবৃত্তি-বক্তৃতার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালেন কবিগুরুকে। অনুষ্ঠানের নাম ‘ভুবনজোড়া আসনখানি’। তাঁদের শরিক হলেন দেশ-বিদেশের নানা শিল্পী।
এ দেশ থেকে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, পলি গুহ, প্রণতি ঠাকুর, শিক্ষাবিদ পবিত্র সরকারের মতো ব্যক্তিত্ব। ওপার থেকে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী বুলবুল মহলানবিশ, বেলায়েত হোসেন, শামসুল হুদা ছাড়াও বাংলাদেশ রবীন্দ্র আকাদেমির সভাপতি আজিজুর রহমান। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু। আবহে গোপাল দাস। বিভিন্ন প্রান্তের মধ্যে এই সুতো বাঁধার কাজটি করেছেন জয়িতা বিশ্বাস।