Amitabh Bachchan

কাজ বাকি, পিছোবে শুটিং

অমিতাভ বচ্চনের হাতে ছবির কাজ না থাকলেও ‘কউন বনেগা ক্রোড়পতি’র সিজ়ন ১২-এর শুট শুরু করার কথা ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ০০:০১
Share:

দিনকয়েক আগেই করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু তাঁদের অসুস্থতার কারণে প্রশ্ন উঠছে, আগামী প্রজেক্টের কাজ নিয়ে। অভিষেকের হাতে রয়েছে ‘দ্য বিগ বুল’ ও ‘বব বিশ্বাস’ ছবির শুটিং। জুলাই মাসের শেষ বা অগস্টের প্রথম দিকেই ‘দ্য বিগ বুল’-এর বাকি শুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন শুটিং শুরুর দিন পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। ছবির প্রযোজক আনন্দ পালিত জানিয়েছেন যে, শরীর আগে, সুতরাং শুটিং পিছোবে। তবে মুক্তির দিন যেমন অক্টোবরে ছিল, তেমনই থাকবে। তার জন্য পোস্ট-প্রোডাকশনের কাজে গতি আনা হবে। অন্য দিকে ‘বব বিশ্বাস’ ছবির শুটিং করতে অভিষেকের কলকাতায় আসার কথা ছিল অগস্ট মাসে। কিন্তু কলকাতার অনেক জায়গা কনটেনমেন্ট জ়োনের আওতায়। সুতরাং যেখানে শুটিং হওয়ার কথা ছিল, সে সব জায়গা এখন পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। তাই ‘বব বিশ্বাস’-এর শুটিং শুরু হবে বর্ষার পরে।

Advertisement

অমিতাভ বচ্চনের হাতে ছবির কাজ না থাকলেও ‘কউন বনেগা ক্রোড়পতি’র সিজ়ন ১২-এর শুট শুরু করার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকারের ঘোষণা অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়স হলে, তাঁরা এখনই শুট করতে পারবেন না। ফলে ‘কেবিসি ১২’-এ অমিতাভের বদলে অন্য কেউ শো হোস্ট করবেন কি না, তা নিয়েও চলছিল জল্পনা।

চ্যানেলের তরফে জানানো হয়েছে যে, অমিতাভকে ছাড়া ‘কেবিসি’ তারা কল্পনাও করতে পারে না। তাই অমিতাভের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হবে। আপাতত অমিতাভকে রিপ্লেস করার কোনও পরিকল্পনা নেই। অমিতাভ সুস্থ হয়ে উঠলে সেপ্টেম্বর থেকে ‘কেবিসি’-র দ্বাদশ সিজ়নের শুট শুরু হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement