Salman Khan

দুবাইয়ে বিয়ে হয়েছিল সলমন খানের! ছবি ছড়িয়ে পড়তেই কেন রেগে গিয়েছিলেন সোনাক্ষী?

রটে যায়, দুবাইয়ে গিয়ে নাকি বিয়ে সেরেছেন তাঁরা। সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৮:৫২
Share:

(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) সোনাক্ষী সিন্‌হা। ছবি-সংগৃহীত।

আইনি মতে অভিনেতা জ়াহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী সিন্‌হা। গত সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তারকা জুটি। কিন্তু এক সময় বলি-তারকা সলমন খানের সঙ্গেও নাম জড়ায় সোনাক্ষীর। এই খবরও ছড়ায় যে, সলমনকে বিয়ে করছেন অভিনেত্রী।

Advertisement

একটি ছবি ঘিরে এই গুঞ্জন রটেছিল বলিপাড়ায়। ২০২২-এ ফোটোশপের মাধ্যমে তৈরি করা সলমন ও সোনাক্ষীর বিয়ের এই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই রটে যায়, দুবাইয়ে গিয়ে নাকি বিয়ে সেরেছেন তাঁরা। সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী। সমাজমাধ্যমে তিনি পাল্টা জবাব দেন, “আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল, সেটা কি দেখে বোঝা যাচ্ছে না?”

সলমনের ছবিতেই প্রথম অভিনয় সোনাক্ষীর। অভিনেত্রী বলেছিলেন, “পেশাদার সম্পর্কের বাইরেও সলমনের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে ওঁকে আমি চিনি। আমাদের দু’জনের পরিবারের মধ্যে বহু দিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।”

Advertisement

সলমনের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে অভিনয়ের সফর শুরু হয় জ়াহিরের। এমনকি, সলমনের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম দেখা সোনাক্ষী ও জ়াহিরের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ‘ডাবল এক্স এল’ ছবিতে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী ও জ়াহির।

উল্লেখ্য, ২৩ জুন আইনি বিয়ের পরেই রয়েছে রিসেপশনের আয়োজন। তারকা জুটির বিয়েতে থাকছে না কোনও ধর্মীয় আচার। বিয়ের পরে সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন জ়াহিরের বাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement