Shah Rukh Khan

‘তারকারাও রক্ত-মাংসের মানুষ’, ভক্তের কাণ্ডে মেজাজ হারিয়ে কড়া ভাষায় বকুনি শাহরুখের

এক বার শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য। বিরক্ত হয়েছিলেন বাদশাহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:৪১
Share:

ভক্তকে বকুনি দেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

তাঁর বাড়ির সামনে রোজ জমে মানুষের ভিড়। তাঁকে এক ঝলক চাক্ষুষ করার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন অনুরাগীরা। ছবি মুক্তি পেলেও মুহূর্তে প্রেক্ষাগৃহ ভরে যায়। তাই তাঁকে সামনে পেলে যে ভক্তদের উন্মাদনা সীমা ছাড়াবে, তা আশা করাই যায়। সাধারণত এই সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন তিনি। কিন্তু এক বার মেজাজ হারিয়ে এক অনুরাগীকে বকুনি দিয়েছিলেন শাহরুখ খান।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকার দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম কথা বলেন শাহরুখকে নিয়ে। বিভিন্ন জায়গায় শাহরুখের সঙ্গে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয়েছে ইউসুফের। এক বার এক অনুরাগীর আচরণে বিরক্ত হয়েছিলেন বাদশাহ। ইউসুফ মনে করেন, তারকারাও মানুষ। তাঁদের নিয়ে ভক্তদের উন্মাদনা থাকতেই পারে। কিন্তু একটা সীমা থাকা দরকার সব কিছুর।

এক বার শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য। বিরক্ত হয়েছিলেন বাদশাহ। একটু কড়া ভাবেই ভক্তকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তারকার দেহরক্ষী বলেছেন, “অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীত ভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না।”

Advertisement

প্রায়ই তারকাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই ভিডিয়ো দেখে অনেকেই নানা মন্তব্য করেন। এই প্রসঙ্গেও ইউসুফ জানান, তারকাদের জীবনযাপন নিয়ে দ্রুত কোনও মন্তব্য করে দেওয়া খুব সহজ। অনেকেই মনে করেন, সাজগোজ করে অভিনয় করা যেন কোনও ব্যাপারই নয়। এর জন্য কোনও পরিশ্রমই করতে হয় না। কিন্তু এই চাকচিক্যের আড়ালে যে দিনরাত এক করে পরিশ্রম রয়েছে তা অনেকেই বোঝেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement