Jeetendra

রেস্তোরাঁয় হেনস্থার শিকার রাকেশ রোশন! মাথা ঠান্ডা রেখে কী করলেন জিতেন্দ্র?

বর্ষীয়ান অভিনেতা ও চিত্রপরিচালক রাকেশ রোশন শুনিয়েছেন তাঁর জীবনে হেনস্থার কথা। খ্যাতনামীরাও হেনস্থার শিকার হন, নারী-পুরুষ নির্বিশেষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:২৭
Share:

বলিউডের দুই তারকা জিতেন্দ্র এবং রাকেশ রোশনের বন্ধুত্ব অনেক দিনের। ছবি: সংগৃহীত।

খ্যাতনামীরা কি সহজ শিকার? যে কোনও বিষয়ে তাঁদের নিয়ে অনেক রকম কথা ছ়ড়িয়ে দেওয়া সহজ। প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আক্রান্ত হয়েছেন সইফ আলি খান। তার পর থেকে তাঁর সুস্থতা নিয়েও উঠছে নানা কথা। খ্যাতির বিড়ম্বনা হিসাবে দেখা হচ্ছে এ সব।

Advertisement

এরই মধ্যে বর্ষীয়ান অভিনেতা ও চিত্রপরিচালক রাকেশ রোশন শুনিয়েছেন তাঁর জীবনে হেনস্থার কথা। খ্যাতনামীরাও হেনস্থার শিকার হন, নারী-পুরুষ নির্বিশেষে। তেমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাকেশ। তাঁর কথায়, “একবার জিতেন্দ্র আর আমি একটি রেস্তোরাঁয় বসেছিলাম। আমাদের ঠিক সামনেই এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বসেছিলেন। যে কোনও কারণেই হোক আমাদের চিনতে পেরে তিনি আমাদের নাম করে নানা বাজে কথা বলতে শুরু করেন।” প্রাথমিক ভাবে বিষয়টিতে মনোনিবেশ না করলেও, এক সময় রাকেশ মাথা গরম করে ফেলেন। জিতেন্দ্রকে বলেন, তাঁদের ওই ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত। কিন্তু, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন স্বয়ং জিতেন্দ্র।

রাকেশের কথায়, “জিতু বলে, ‘চল আমরা চলে যাই, কথা বাড়ানোর দরকার নেই’।” সে দিন জিতেন্দ্রর কথা মেনেই রেস্তোরাঁ ছেড়েছিলেন রাকেশ, সত্যিই আর কোনও রকম কথা বাড়াননি। কিন্তু মনে মনে আজও এই ঘটনার কথা স্মরণ করে ধন্যবাদ জানান জিতেন্দ্রকে। মনে করেন এই ঘটনা থেকে তিনি শিক্ষা পেয়েছেন। রাকেশের কথায়, “অকারণ ঝামেলায় না জড়িয়ে নিজের সম্মান বজায় রেখে সরে দাঁড়ানোর শিক্ষা সে দিন আমি পেয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement