Krishnakoli

Ananya Guha: টালিগঞ্জ যাওয়ার পথে বড় গাছ ভেঙে পড়ল ‘কৃষ্ণকলি’-র অভিনেত্রীর গাড়ির উপর!

অভিনেত্রী অনন্যা গুহর গাড়ির উপর আচমকা গাছ ভেঙে বিপত্তি! গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেত্রী সুস্থ আছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১১:১০
Share:

গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেত্রী সুস্থ আছেন

বৌবাজার থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার পথে একটি গাড়ির উপর গাছ পড়ে বিপত্তি। সে গাড়িতে ছিলেন টলিউড অভিনেত্রী অনন্যা গুহ এবং তাঁর বাবা। এসপি মুখার্জি রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই আচমকাই একটি বড় গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের গাড়ির উপর।
ক্ষতিগ্রস্ত হয় অনন্যার গাড়িটি। তবে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেত্রীর কোনও আঘাত লাগেনি। সুস্থ আছেন তাঁর বাবাও। তাঁদের গাড়ির দরজা খুলে উদ্ধার করেন স্থানীয়রা।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গাছটি কেটে সরিয়ে দেওয়া হয়েছে। অনুমান, সাম্প্রতিক ঝড়বৃষ্টিতে গাছের গোড়া আলগা হয়ে গিয়েই এই দুর্ঘটনা। গাছ পড়ার ফলে সাময়িক ভাবে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘণ্টাখানেকের মধ্যেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement