Dobaaraa

Taapsee Pannu: তৃতীয় দিনের সংগ্রহ ৯০ লক্ষ টাকা, ‘সাবাশ মিথু’-কে কি ছুঁতে পারবে ‘দোবারা’?

বয়কটের আহ্বান না এলেও তৃতীয় দিনে তাপসীর ‘সাবাশ মিথু’-র তুলনায় আয় কম হল ‘দোবারা’-র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৬:২৫
Share:

মুক্তির দিনে ‘দোবারা’-র আয় হয়েছিল ৭২ লক্ষ টাকা।

মুখ থুবড়ে না পড়লেও ‘সাবাশ মিথু’ যে বক্স অফিসে সফল হয়েছিল, এমনটা বলা যায় না। তুলনায় সদ্য মুক্তি পাওয়া ‘দোবারা’ আরওই পিছিয়ে পড়েছে। তাপসী পান্নু অভিনীত দুই ছবির মধ্যে স্বাভাবিক ভাবেই তুলনা টানছেন দর্শকরা। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার তৃতীয় দিনের মাথায় ‘দোবারা’-র সংগ্রহে যেখানে ৯০ লক্ষ টাকা, ‘সাবাশ মিথু’-র ঝুলিতে ছিল ১.৫ কোটিরও কিছু বেশি।

Advertisement

যদিও শুরুটা ‘দোবারা’-রই ভাল ছিল। মুক্তির দিনে আয় হয়েছিল ৭২ লক্ষ টাকা। অন্য দিকে ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের জীবন অবলম্বনে বানানো ‘সাবাশ মিথু’-র প্রথম দিনের সংগ্রহ ছিল ৪০ লক্ষ টাকা।

চলচ্চিত্র-বাণিজ্য বিশেষজ্ঞ সুমিত কাদেল অবশ্য ‘দোবারা’ নিয়ে আশার আলো দেখেছিলেন। তবে পরে বোঝেন, বয়কটের বাজারে এ ছবিও দর্শকের কৌতূহল ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

Advertisement

তবে আমিরের ‘লাল সিংহ চড্ডা’ বা অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’-এর তুলনায় তাপসীর ছবির রেখচিত্র ঊর্ধ্বমুখী। সপ্তাহান্তে ‘দোবারা’-র সংগ্রহে ২.৫ কোটি টাকা।

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘোরার পর গত ১৯ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দোবারা’। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে প্রশংসাই পেয়েছে। একতা কপূর সহ-প্রযোজিত ‘দোবারা’ স্পেনের থ্রিলার ছবি ‘মিরাজ’ (২০১৮)-এর হিন্দি রূপান্তর।

জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সাবাশ মিথু’। তখন বেশি দর্শক হয়নি। তার এক মাস পর যখন নেটফ্লিক্সে আসে ছবিটি, তখন আবার বিপুল জনপ্রিয় হয়। সেই পরিসংখ্যানের দিকে তাকিয়ে অবাক তাপসী দর্শকদের উদ্দেশে বলেন, “সেই যখন ছবিটা ভালবাসলেন, প্রেক্ষাগৃহে এসে দেখলেন না কেন?”

এর পর ‘দোবারা’-র ক্ষেত্রেও কি একই কাণ্ড ঘটবে? অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটি মুক্তির পর তাপসী একটি পোস্টে লেখেন, “যাঁরা ছবিটি পছন্দ করেছেন, তাঁদের ধন্যবাদ। ‘দোবারা’ মুক্তির আগে থেকেই আমরা যে অপরিমেয় ভালবাসা পাচ্ছি তাতে উপলব্ধি করেছি, বক্স অফিসে সাফল্যের আড়ালেও ভাল ছবি বানানোর আনন্দ রয়েছে। বক্স অফিসের ফলাফল যাই হোক, আমরা ছবি নিয়ে গর্বিত। আশা করি, সকলে আমাদের পাশে থাকবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement