তাপসী পান্নু প্রচুর প্রশংসা পেলেও, দিনের অধিকাংশ শো বাতিল ‘দোবারা’-র।
ধূমধাম প্রচার শেষে ১৯ অগস্ট মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা’। তবে এই ছবিও দর্শকের মন জয় করতে পারল না। অভিনেত্রী তাপসী পান্নু অবশ্য প্রচুর প্রশংসা পেয়েছেন। তবু প্রথম দিনেই বক্স অফিসে প্রত্যাশিত আয় হল না। দেশের সব প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রথম দিনে মাত্র ২-৩ শতাংশ হলে দর্শক হয়েছিল বলে জানা যায়। যার ফলে দিনের অধিকাংশ শো বাতিল হয়ে যায়।
সুমিত কাদেলের মতো চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এ ছবি দর্শকের কৌতূহল ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ছবির আয়ের দিক বিবেচনা করে সুমিত ‘দোবারা’ নিয়ে এক ভবিষ্যদ্বাণীও করেছিলেন।
লিখেছিলেন, ‘যা সম্ভাবনা দেখছি শুরুর দিন ২০-৩৫ লক্ষ টাকা উঠে আসবে। মোট সংগ্রহে আসতে পারে ১.২৫ কোটি থেকে ১.৫ কোটি টাকা।’
তবে মুক্তির পর প্রথম দিনের চিত্র দেখে আবার পোস্ট করেন সুমিত। লেখেন, ‘‘দোবারা’ বিপর্যয়ের মুখে। মোটে ২-৩ শতাংশ জায়গা ভরেছে। প্রারম্ভিক অনেক শো বাতিল হল দর্শকের অভাবে।’
ছবি মুক্তির আগে কলকাতায় প্রচারে এসেছিলেন নায়িকা তাপসী পান্নু। সেখানেও কথা প্রসঙ্গে উঠে এসেছিল সাম্প্রতিক বয়কটের হিড়িক। আমির খানের ‘লাল সিংহ চড্ডা’ কিংবা অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ যে ভাবে মুখ থুবড়ে পড়ল, সেই বিচারে তিনিও থাকতে চান বলে জানান। তাপসী বলেছিলেন, ‘‘প্লিজ, আমাদের ছবিও বয়কট করুন। আমির-অক্ষয়ের সঙ্গে আমিও একই সারিতে থাকতে চাই। না হলে একা বোধ করব। লেখা হোক হ্যাশট্যাগ দোবারা।’’
তাপসীর প্রশ্ন ছিল, যাঁরা বয়কটের ডাক দেন, তাঁরা আদৌ কোনও দিন প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন?