Om Sahani

তিন বছরের প্রেম পরিণতি পেল, রেজিস্ট্রি বিয়ে সারলেন ওম-মিমি

ব্যক্তিগত কিছু কারণের জন্য রেজিস্ট্রি বিয়ের তারিখ জানাননি ওম। তবে জানালেন, নতুন বছরের শুরুতে সকলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিতে চেয়েছিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৫:৩৭
Share:

রেজিস্ট্রি করে বিয়ে সারলেন টলিপাড়ার লাভ বার্ডস।

প্রথম দেখা ২০১১ সালে। রূপসী বাংলার ‘আলোর বাসা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন ওম সাহানি এবং মিমি দত্ত। যদিও তখন তাঁরা শুধুই সহকর্মী। সেটেও যতটুকু কথা হত, সবটাই কাজ নিয়ে। তবে একে অপরের প্রতি ভাল লাগা ছিল।

কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর আর যোগাযোগ থাকেনি। কেরিয়ারের চাপে সেই ভাল লাগাও তখন অতীত।

কাট টু ২০১৭। ফের দেখা হয় দু’জনের। এ বার সেই চাপা ভাল লাগা পরিণত হয় ভালবাসায়। আর অপেক্ষা না করে শেষে একে অপরকে মনের কথা জানান ওম এবং মিমি। তার পর?

২০২০ সালের ডিসেম্বর মাসে প্রেম পরিণতি পেল তাঁদের। মিস্টার এন্ড মিসেস হলেন তাঁরা। আজ্ঞে হ্যাঁ। রেজিস্ট্রি করে বিয়ে সারলেন টলিপাড়ার লাভ বার্ডস। কিন্তু ধুমধাম করে সামাজিক বিয়ে এখনও বাকি। সেটা হচ্ছে কবে? ওম বললেন, ‘‘এই মুহূর্তে সামাজিক বিয়ের পরিকল্পনা নেই। এমনকী রেজিস্ট্রিটাও হঠাৎ করেই করে ফেলা। তবে সকলকে নেমন্তন্ন করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা আছে। জানুয়ারির মাঝামাঝি অবধি পরিস্থিতি কেমন দাঁড়ায় দেখা যাক, সেই বুঝে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করার ভাবনা চিন্তা চলছে।’’

Advertisement

A post shared by OM (@om_sahani15)

ব্যক্তিগত কিছু কারণের জন্য রেজিস্ট্রি বিয়ের তারিখ জানাননি ওম। তবে জানালেন, নতুন বছরের শুরুতে সকলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিতে চেয়েছিলেন তাঁরা। তাই পয়লা তারিখেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন সুখবর। বিশেষ দিনে ওমকে দেখা গিয়েছিল ধূসরের উপর সোনালি রঙের কাজ করা পাঞ্জাবিতে। অন্য দিকে, কমলা জমিনের উপর জরির কাজের শাড়ি আর মানানসই গয়নায় মিমি যেন ওমের স্বপ্নে দেখা রাজকন্যে।

Advertisement

A post shared by Mimi Dutta (@duttamimi007)

২০২০ ভুলতে চাওয়ার বছর। অথচ এই অন্ধকার বছরেই নতুন জীবনের দিকে পা বাড়ালেন ওম এবং মিমি। ওমের বিশ্বাস, সময় যতই কঠিন হোক ভালবাসা হারিয়ে যায়নি। সেই বিশ্বাসকে সঙ্গী করেই ভালবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়ার অঙ্গীকার করলেন তিনি।

আরও পড়ুন: এ বার কঙ্গনার খার এলাকার ফ্ল্যাটে ‘বেআইনি’ তকমা, অভিনেত্রীর আবেদন খারিজ আদালতের

নতুন বছরের জন্য কী ভাবে প্রস্তুতি নিচ্ছে তৈমুর-ইনায়া? ভাইরাল তাদের ছবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement