‘বেনে বউ’-এর দুই মুখ্য চরিত্রের বেড়ে ওঠা ভিন্ন ভাবে। —নিজস্ব চিত্র।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের ‘গীত’ নাকি ফিরছেন ‘শাপলা’ হয়ে? সঙ্গে থাকবেন ‘পালক’-ও! সেই বছর চারেক আগে এসেছিল মেয়ে দুটো। স্বভাবে একে অন্যের এক্কেবারে বিপরীত। তাদের টানেই রান্নাঘরের কাজকম্মো সাময়িক স্তব্ধ হয়ে যেত। চরিত্রের নাম শুনেই কালার্স বাংলায় ২০১৬-র হিট ধারাবাহিক ‘বেনে বউ’-কে মনে পড়ছে তো? দর্শকদের টানে ‘শাপলা’, ‘পালক’-কে নিয়ে আবার সে ফিরছে আগামী ৭ ডিসেম্বর। সোম থেকে শনি, রোজ সকাল ১০টায় একই চ্যানেলে রিমোট ঘোরালেই সেই নস্টালজিয়া টিভির পর্দায়।
অতিমারি নতুনদের পাশপাশি ফিরিয়ে এনেছে পুরনোদেরও। যারা একটা সময় রাজত্ব চালিয়ে গিয়েছে ছোট পর্দার দর্শক মনে। কালার্স বাংলার তরফ থেকে জানানো হয়েছে, আপাতত তারা সেই পথেই হাঁটছে। নতুন বছরে সম্ভবত নতুন ধারাবাহিকে সাজতে চলেছে চ্যানেল। ‘বেনে বউ’-এর দুই মুখ্য চরিত্রের বেড়ে ওঠা ভিন্ন ভাবে। তাদের শিক্ষা, রুচি, পারিবারিক ঘরানা একদম আলাদা। ঘটনাচক্রে সেই ‘শাপলা’ আর ‘পালক’-ই একে অন্যের সঙ্গে বদলাবদলি করতে চায় তাদের জীবন।
কী ভাবে? দুই নারীর জীবনে ঢুকে পড়বে বেদ? ‘শাপলা’ চাঁদনি সাহা বললেন, “নতুন করে পুরনোকে জানতে গেলে দেখতে হবে ‘বেনে বউ।’’ ‘পালক’ হয়েছিলেন তন্বী লাহা রায়। পুরনো ধারাবাহিক আবার ফিরতেই খুব খুশি চাঁদনি। জানালেন, ‘‘সম্প্রচারণের সময় অভিনয়ের খাতিরে মনোযোগ দিয়ে নিয়মিত দেখতে পারিনি ‘বেনে বউ’। এ বার সবার সঙ্গে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। নিজেই বিচারক হব নিজের অভিনয়ের।’’
আরও পড়ুন: এত সুখ নেই কর্ণ-স্বস্তিকার কপালে, কোনও দিনই এক ভাবে জীবন কাটবে না ওদের: স্বস্তিকা
আরও পড়ুন: ঋদ্ধিমা একদম পাগল! আমার সঙ্গে ১০টা বছর কাটিয়ে দিল: গৌরব