Oindrila Sen

জন্মদিনে বিদেশে ঐন্দ্রিলা

লিস্টে আছে প্যারিস, সুইৎজ়ারল্যান্ডের মতো সব রোম্যান্টিক জায়গা। সুইস আল্পসেও ঘোরার ইচ্ছে রয়েছে টলিউডের এই জুটির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৩
Share:

ঐন্দ্রিলা-অঙ্কুশ

এখন জন্মদিনে বিদেশে যাওয়া ট্রেন্ড। পিছিয়ে নেই টলিউডও। মার্চের শেষেই ঐন্দ্রিলা সেনের জন্মদিন। তবে এ বারের জন্মদিন যে অন্য বারের চেয়ে স্পেশ্যাল, তাতে সন্দেহ নেই। কারণ অঙ্কুশের সঙ্গে ঐন্দ্রিলা পাড়ি দিচ্ছেন ইউরোপ। মার্চের মাঝামাঝিই তাঁরা বেরিয়ে পড়ছেন, ফিরবেন এপ্রিলের গোড়ায়। লিস্টে আছে প্যারিস, সুইৎজ়ারল্যান্ডের মতো সব রোম্যান্টিক জায়গা। সুইস আল্পসেও ঘোরার ইচ্ছে রয়েছে টলিউডের এই জুটির।

Advertisement

এই ভ্রমণ তাঁদের স্মৃতিতে ধরে রাখতে একটি দামি এসএলআর ক্যামেরাও কিনে ফেলেছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা বললেন, ‘‘ওখানে তো ছবি তুলবই। আমি ওকে বলেছি, দেশে ফেরার পরে আমার আর ফোটোগ্রাফার লাগবে না। ও-ই আমার সব ফোটোশুট করে দেবে।’’ এত দিন ঐন্দ্রিলার দুঃখ ছিল, মাসের শেষে জন্মদিন বলে ভাল কোনও উপহারই তিনি পেতেন না। কিন্তু সে সব দুঃখ ঘুচবে বলেই মনে হয় এ বারের এই বিদেশ ভ্রমণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement