Abhishek Bachchan

মেয়ের জন্য ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবি সই করার আগে পরিচালক-প্রযোজককে বলে দেন, ঘনিষ্ঠ দৃশ্য থাকলে করবেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ০২:২৬
Share:

অভিষেক

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ় ‘ব্রিদ’। ওয়েবে এটাই প্রথম কাজ অভিষেক বচ্চনের। আবার কেরিয়ারের দু’দশকও পূর্ণ হয়েছে সম্প্রতি। তাই অভিনেতার কেরিয়ার ও ব্যক্তিজীবনের উপরে এখন স্পটলাইটের ঝলকানি একটু বেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবি সই করার আগে পরিচালক-প্রযোজককে বলে দেন, ঘনিষ্ঠ দৃশ্য থাকলে করবেন না। ‘‘মেয়ে বড় হচ্ছে। কোনও দৃশ্য দেখে ও প্রশ্ন করুক, তাতে স্বচ্ছন্দ নই। এই জন্য অনেক ছবি ছাড়তেও হয়েছে,’’ কারণ হিসেবে বলেছেন অভিষেক।

Advertisement

তাঁর হাতে পরপর ছবি, ‘বব বিশ্বাস’, ‘দ্য বিগ বুল’, ‘লুডো’। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে ‘মনমর্জ়িয়া’ ছবিতে। সেই ছবির রেশ টেনে অভিষেক বলেছেন, ‘‘একটা ফুড ডকুমেন্টরি বানাতে চাই। আমি আর ভিকি (কৌশল) হোস্ট করব। অনুরাগ (কাশ্যপ) পরিচালনা করবে। তাপসী প্রোডাকশন আর পিআর সামলাবে। কারণ ও তো কিছুই খাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement