অন্য ধরনের ছবিতে নুসরত

তবে নায়িকা খুঁজছিলেন এমন একটি গল্প, যেখানে নিজেকে প্রমাণ করতে পারবেন। হাতে আসে পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্য, এক সাহসী মেয়ের সংগ্রামের গল্প। পরিবেশ দূষণ নিয়ে যে মেয়েকে লড়াইয়ে নামতে হয়। পরিচালনায় ত্রিদিব রমন, গল্প তাঁরই। দিল্লির এক পত্রিকার সম্পাদক ত্রিদিব।

Advertisement

ঈপ্সিতা বসু

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০
Share:

নুসরত

বাণিজ্যিক ছবিতে আর অভিনয় করতে ভাল লাগছে না নুসরত জাহানের। বরং অভিনয় করতে চান ভিন্ন স্বাদের ছবিতে। তাই টলিউডের এক নম্বর প্রযোজনা সংস্থার ছাতা মাথার উপর থেকে সরে গেলেও নায়িকা বিচলিত নন। এ বার তিনি কোন শিবিরে যাবেন, তা নিয়ে জল্পনা তো ছিলই।

Advertisement

তবে নায়িকা খুঁজছিলেন এমন একটি গল্প, যেখানে নিজেকে প্রমাণ করতে পারবেন। হাতে আসে পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্য, এক সাহসী মেয়ের সংগ্রামের গল্প। পরিবেশ দূষণ নিয়ে যে মেয়েকে লড়াইয়ে নামতে হয়। পরিচালনায় ত্রিদিব রমন, গল্প তাঁরই। দিল্লির এক পত্রিকার সম্পাদক ত্রিদিব। বাংলায় এটাই তাঁর প্রথম কাজ। নায়িকার কথায়, ‘‘টিপিক্যাল কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে চাইছি না। অভিনয় প্রতিভার স্বীকৃতি দেয়, এমন ছবিই করব। বেশ কয়েকটি প্রস্তাব ছেড়ে এই স্ক্রিপ্টটা বেছে নেওয়ার কারণ, গল্পটা আমাকে নিয়েই। ছবিটা ঘিরে অনেক আশা। এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে।’’

অভিনয়ে যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য কিছু দিনের মধ্যেই সোহাগ সেনের কাছে তিনি ওয়ার্কশপ শুরু করছেন। ছবির প্রযোজক নতুন। জয় সরকার মিউজ়িক দিচ্ছেন। শুটিং শুরু হবে কিছু দিনের মধ্যেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement