Nusrat Jahan

Nusrat Jahan: নায়িকার দেখা নেই, জন্মদিনে বসিরহাটেই কাটালেন সাংসদ নুসরত

এক বছর আগের এই দিনে তাঁকে ঘিরে ছিল তুমুল বিতর্ক। এক বছর পরে ফের তাঁর জন্মদিন। নায়িকা নয়, বসিরহাটে ধরা দিলেন সাংসদ নুসরত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৮:১০
Share:

বিতর্ক পিছনে ফেলে এসেছেন নুসরত।

এক বছর আগে এই দিনটা ছিল একেবারে অন্য রকম। ‘স্বামী’ নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, যশ দাশগুপ্তই নাকি তাঁর নতুন প্রেম। তার মধ্যেই নাকি নুসরত জাহান অন্তঃসত্ত্বা! তাঁর ব্যক্তিগত জীবনের টানাপড়েন থেকে রাজনীতি— সবটাই আতসকাচের নীচে এবং তুমুল বিতর্কের ঝড়!

Advertisement

এক বছর পরে ফের সেই বিশেষ দিন। বৃহস্পতিবার, জন্মদিনে কী করলেন নুসরত?

বিতর্ক এখন অতীত। ঘোষিত স্বামী যশ দাশগুপ্ত এবং দুই পুত্র নিয়ে নুসরতের এখন ব্যস্ত সংসার। টলিউডে ফিরেছেন। কাজও করছেন অভিনেত্রী। বরং রাজনীতি থেকে বেশ কিছু দিন খানিকটা দূরেই কাটছিল। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা কটাক্ষ-টুইট চর্চায় ফিরিয়েছে সাংসদ নুসরতকে। জন্মদিনে নায়িকা নয়, সাংসদকেই দেখা গেল তাঁর নিজের কেন্দ্র বসিরহাটে।

Advertisement

জন্মদিনে জনসমক্ষে সাংসদ নুসরত।

জন্মদিনে সকাল থেকেই বসিরহাট কলেজে ছিলেন নুসরত। কলেজে উন্নয়ন ও সংস্কারের কাজ চলছে। নিজেই সরেজমিনে তার তদারকি করেছেন। কী ভাবে কী হচ্ছে, তার খোঁজ নিতে আলোচনাও সেরেছেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। এ সবের ফাঁকে ঘুরে দেখে এসেছেন ‘আই লাভ বসিরহাট’ নামাঙ্কিত বিশেষ ফলকটিও।

এই কিছু দিন আগে নুসরতের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল এই বসিরহাটেই। জন্মদিনে সেখানেই খোঁজ মিলল সাংসদের। বরং দিনভর নিখোঁজই রইল নায়িকাসুলভ উদ্‌যাপন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement