Entertainment News

‘দিল কা দরওয়াজা খোল দিয়া’, নুসরতকে বললেন হবু স্বামী নিখিল

প্রথমে নিখিলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নুসরত। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে কার্যত স্বীকার করে নেন এই সম্পর্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ১৩:০১
Share:

ওই ভিডিয়োয় নুসরত এবং নিখিল।

নুসরত জাহান বিয়ে করতে চলেছেন। এ খবর এখন আর টলি ইন্ডাস্ট্রিতে অজানা নয়। পাত্র ব্যবসায়ী নিখিল জৈন। বিয়ের আগে ‘টিকটক’ অ্যাপের মাধ্যমে একটি মজার ভিডিয়ো শেয়ার করলেন এই জুটি। নুসরতকে যেখানে নিখিল বলছেন, ‘দিল কা দরওয়াজা খোল দিয়া’।

Advertisement

প্রথমে নিখিলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নুসরত। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে কার্যত স্বীকার করে নেন এই সম্পর্ক। আর এখন এই ভিডিয়োটি প্রকাশ্যে আসায় এই সম্পর্ক নিয়ে নায়িকার অনুরাগীদের আর কোনও প্রশ্ন নেই।

নিখিল শাড়ি ব্যবসায়ী। তাঁর শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন নুসরত। কাজের সূত্রেই তাঁদের সম্পর্ক গাঢ় হয় বলে খবর।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইস্তানবুলে অনুষ্ঠান করে বিয়ে করবেন নুসরত-নিখিল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এখন ডেস্টিনেশন ওয়েডিং অত্যন্ত ট্রেন্ডিং। সেই পথই নাকি বেছে নিতে চলেছেন নুসরতও। তবে বিয়ে করে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যও রিসেপশনের ব্যবস্থা করতে পারেন নায়িকা।

আরও পড়ুন, কোন সম্পর্ক ‘শেষ থেকে শুরু’ করতে চান ঋতাভরী?

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement